নীলফামারীতে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর ৬ উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ- ২০১৫ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের পৌরসভার উকিলের মোড় জুননুরাইন মডেল কিন্ডার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন  সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম, জুননুরাইন মডেল কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ। 
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের জানান ১ থেকে ৭ অক্টোবর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে, এ জেলার ৬ উপজেলার ১ হাজার ৯১৯টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,কিন্ডার গার্ডেন এবং ইবতেদায়ী মাদ্রাসার ৫ থেকে ১২ বছর বয়সী ৪ লাখ ১৬ হাজার ৫৬৮ জন শিক্ষার্থীকে কৃমিনাশক ঔষুধ খাওয়ানো হবে। এ জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কৃমি নাশক ঔষধ সরবরাহ করা হয়েছে। আর এ ঔষধ সেবন করাতে ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন করে মোট ১ হাজার ১৯৮ জন শিক্ষার্থীকে ক্ষুদে ডাক্তার হিসাবে ঔষধ সেবনের নিয়মাবলির প্রশিক্ষন দেয়া হয়। এই ক্ষুদে ডাক্তাররাই তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঔষদ সেবন করাবে।# ছবি ক্যাপসন,নীলফামারীঃ ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমি নিয়ন্ত্রনের ঔষধ সেবন করানো হচ্ছে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 3200874250472649045

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item