গাইবান্ধায় তথ্য অধিকার আইন ও নৈতিকতা বিষয়ে মতবিনিময় সভা

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস : 
জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইন ও নৈতিকতা বিষয়ে বৃহস্পতিবার সকালে এক মতবিনিময় সভা গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।  জেলা তথ্য অফিসের  আয়োজনে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. শামছুল আজম এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলেয়া খাতুন। তথ্য অধিকার আইন ও নৈতিকতা বিষয়ে “পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন” করেন জেলা তথ্য অফিসার মোছা. সাবিহা আক্তার লাকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক একেএম রেজাইল হক, সরকার মো. শহিদুজ্জামান, দিপক কুমার পাল,   অমিতাভ দাস হিমুন, সিদ্দিক আলম দয়াল, উত্তম সরকার, ফারুক হোসেন, ফেরদৌস জুয়েল, আতিক বাবু, জিয়াউল হাফিজ, শামীম আল সাম্য, সাদ্দাম হোসেন পবন ও সঞ্জয় সাহা প্রমূখ ।
বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়নে বিভিন্ন প্রতিবন্ধকতা ও এর প্রেক্ষিতে ও সম্ভাব্য সমাধানের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন । প্রধান অতিথি তার বক্তব্যে জনগনের  তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইন সম্পর্কে জনগনের মাঝে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেন । পাশাপাশি তিনি তথ্য প্রদানকারী এবং তথ্য গ্রহণকারী উভয়ের নৈতিকতাবোধ উন্নয়নের উপরও গুরুত্বারোপ করেন । অনুষ্ঠানের শুরুতে তথ্য অধিকার আইনের উপর ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন করা হয় । 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4656828206987650731

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item