ডোমারে শত্রুতার জেরে কৃষকের ২ শতাধিক গাছ কেঁটে নিয়ে যায় দূর্বৃত্তরা।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ২শতাধিক গাছ কেঁটে নিয়ে যায় দূর্বৃত্তরা। ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক জাহিনুর। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনারায় ইউনিয়নের কুমবাড়ীর ডাঙ্গা গ্রামে। সরেজমিনে জানা যায়, উক্ত গ্রামের মৃত রইস উদ্দিনের পুত্র জাহিনুর রহমান ১৬৮৮ নং দলিল মুলে ১২/০৬/২০০৬ সালে ১একর জমি প্রতিবেশী মৃত কেদার মামুদের পুত্র আহিলার কাছ থেকে খরিদ করে। উক্ত খরিদকৃর্ত জমিতে দির্ঘদিন  যাবত হলুদ, আদা, মরিচ, আলু চাষ সহ নিম, মেহগুনি, ইউক্লিপটার গাছ ও বাঁশ রোপন করে ভোগদখল করে আসছে। সেই জমির অংশীদার দাবী করে গত ৩০সেপ্টেম্বর বুধবার সকালে মমিনুর, সিপন, বাবু, মিলন সহ একদল সন্ত্রাসী বাহিনী জমির উপরে লাঠি, ছোড়া, দা, কুঠার, কোদাল সহ মারাতœক অস্ত্রে সজ্জিত হয়ে অনাধিকার প্রবেশ করে জোরপূর্বক জাহিনুরের রোপন কৃত ২শতাধিক নিম, মেহগুনি, ইউক্লিপটার গাছ সহ বাঁশ কেঁটে নিয়ে যায় এবং হলুদ ক্ষেত বিনষ্ট করে দূর্বৃত্তরা। এসময় জাহিনুর ও তার স্ত্রী মারুফা সহ তাদের পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে তাদের মারধর করে এবং দেশীয় অস্ত্র হাতে নিয়ে খুন জখমের ভয়ভীতি দেখায় বলে অভিযোগ ভূক্তভোগীদের। এতেকরে তাদের আঘাতে জাহিনুরের ভাই রবিউল ও তার স্ত্রী লাবলী বেগম গুরুত্বর আহত হয়। আহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করাতে গেলে পথিমধ্যে সন্ত্রাসী দ্বারা বাঁধা প্রদান করায় শেষে তাদের জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এবিষয়ে আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে তারা জানান। বিষয়টি আশুসমাধানের জোর দাবী জানান ভূক্তভোগী পরিবারের লোকেরা।

পুরোনো সংবাদ

নীলফামারী 1024261659144175655

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item