তিস্তা ব্যারাজের বাঁধ সংস্কারে দুর্নীতির অভিযোগে নির্বাহী প্রকৌশলী সহ ৪জন চাকুরী থেকে বরখান্ত

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

পানি উন্নয়ন বোডের আওতায় সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া ডিবিশনের পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী সহ চার জন কে চাকুরী থেকে সাময়িক বরাখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলো নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান,উপ-বিভাগীয় প্রকৌশলী ফজলুল হক,সহকারি প্রকৌশলী রবিউল ইসলাম ও শাখা কর্মকর্তা(এসও) তোবারক আলী।  বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উত্তরাঞ্চলের রংপুর  পানি উন্নয়ন বোডের প্রধান প্রকৌশলী আতিকুর রহমার। তিনি বলেন পানি উন্নয়ন বোডের মহাপরিচালক ইসমাইল হোসেনের স্বাক্ষরিত এক আদেশে এদের চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই চার ব্যাক্তিকে চাকুরী থেকে বরখাস্তের বিষয়ে জানা যায় গত অর্থ বছরে তিস্তা ব্যারাজের আরএসকিউ ও ইমার্জেন্সি ওয়ার্কের প্রায় ১৬ কোটি টাকার কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করা হয়। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল চলতি বছরের  আগষ্ট মাসে। সংবাদ  প্রকাশের পর পানি উন্নয়ন বোডের ঢাকা প্রধান কার্যালয়ের একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম এলাকা পরিদর্শন করেন। তদন্ত টিমের পরিদর্শনে ঘটনার সত্যতা মেলে। বিশেষ করে তিস্তা ব্যারাজের ভাটি  ডাউয়াবাড়ি এলাকার ডানতীর বাঁধ সংস্কার ও ভাঙ্গন রোধে ৪৫ সেন্টিমিটার মাপের সিসি ব্লক নির্মান বা স্থাপন না করে সেখানে ৩৫ সোন্টিমিটার মাপের সিসি ব্লক ব্যবহার করে ব্যাপক অনিয়মের মাধ্যমে কোটি টাকা আতœসাত করা হয়। এই সব কাজের তদারকির প্রধান দায়িত্ব পালন করেন তিস্তা ব্যারাজ ডালিয়া ডিবিশনের পওর বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফজলুল হক। তার উপস্থিতিতেই এই কাজে ব্যাপক অনিয়ম করা হয়েছিল। সুত্র মতে যেহেতু ওই কাজের সার্বিক দেখা শোনার দায়িত্ব পালনে ছিলেন নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান,সহকারি প্রকৌশলী রবিউল ইসলাম ও শাখা কর্মকর্তা(এসও) তোবারক আলী। সেহেতু একই কারনে তারাও এ ঘটনার সাথে জড়িত থাকায় তদন্ত টিমের প্রতিবেদনে উক্ত চারজন কে চাকুরী থেকে সাময়িত বরখাস্ত করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 3678902093547746328

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item