সৈয়দপুরের এনজিও চাকুরী প্রার্থীদের সড়ক অবরোধ

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ

 নীলফামারীর সৈয়দপুরে আজ শুক্রবার সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (জেএসডিও) নামে একটি বেসরকারি সংস্থার চাকরীর ইন্টারভিউ দিতে এসে সংশ্লিষ্টদের দেখা না পাওয়ায় প্রার্থীরা একঘণ্টা সড়ক অবরোধ করেছে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই সংস্থাটি জোনাল ম্যানেজার, সহকারি জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, সহকারি এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, শাখা হিসাব রক, ফিল্ড অফিসার ও সহকারি ফিল্ড অফিসারসহ বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারী জেলার প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করে প্রচারনা করেছিল। এতে  বেকার চাকুরী প্রার্থীরা জেএসডিও সংস্থার  হাউস নং-১৮ রোড-২ ব্লক-বি, সেকশন-৬ মীরপুর-২ ঢাকা ব্যবস্থাপনা পরিচালক বরাবরে আবেদন করেন।  আবেদনকারীদের শুক্রবার(১১ সেপ্টেম্বন) সকাল ৯টায় পরীার স্থান নির্ধারণ করে পত্র দেয়া হয় নীলফামারীর সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে। প্রার্থীরা এসে দেখেন সংস্থার কোন লোকই নেই। এ অবস্থায় তারা প্রতিবাদ  এবং সকাল ১০টা ১১টা পর্যন্ত রংপুর সড়ক অবরোধ করে রাখে। এসময় বক্তব্য রাখেন, হাসিনা ফেরদৌস (ঠাকুরগাঁও), ইমরান (সৈয়দপুর), বাদশা মিয়া (পঞ্চগড়), সোহাগ রানা (নীলফামারী) ও ফেরদৌসী (দিনাজপুর)। বক্তারা বলেন, ওই সংস্থাটি চাকরীর বিজ্ঞপ্তিতে পরীা ফি বাবদ প্রত্যেকের কাছে পদ অনুযায়ী ১০০ থেকে ১৫০ টাকা গ্রহণ করেছে। সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। পাশাপাশি ওই এনজিওটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item