রংপুরে বন্যাকবলিত অঞ্চলগুলোকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন সমাবেশ

হাজী মারুফ রংপুর ব্যুরো প্রধান :


রংপুরে  বন্যাকবলিত অঞ্চলগুলোকে দুর্গত এলাকা ঘোষণা ও পর্যাপ্ত ত্রান সরবরাহের দাবিতে বৃহস্পতিবার দুপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন-ও সমাবেশ করে।
কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সংগঠক বাবু মিয়া, হবিবর রহমান প্রমূখ। বক্তারা বলেন, দেশের বিস্তৃর্ণ অঞ্চল বন্যার পানিতে তরিযে গেছে। ক্ষেতের সকল ফসল নষ্ট হয়েছে। গত বোরো মওসুমে চাষীরা ফসলের ন্যায্য মূল্য পায়নি, এবার আমন ফসলও নষ্ট হয়ে গেছে। ভয়াবহ এক বিপদের মধ্যে কৃষক-ক্ষেতমজুররা দিন যাপন করছে। বন্যার পানিতে মৎস্য ভেসে গেছে। গরু-ছাগল, হাঁস-মুরগীর ব্যাপক ক্ষতি হয়েছে। খামারীরা পথে বসার উপক্রম হয়েছে। নদী ভাঙ্গনে ভিটে-মাটি হারিয়েছে হাজার হাজার মানুষ। এদের জন্য  সরকারযে বরাদ্দ দিয়েছে তা খুবই সামান্য। বক্তারা, বন্যা দুর্গত অঞ্চলের মানুষদের রক্ষার জন্য অবিলম্বে পর্যাপ্ত ত্রান সামগ্রী সরবরাহ, ক্ষতিগ্রস্থ কৃষক-ক্ষেতমজুরদের উপযুক্ত ক্ষতিপুরণ, সকল প্রকার এনজিও মহাজনী ও ব্যাংক ঋণ মওকুফ, বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্থ সকল শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত পুনঃনির্মাণ, চিকিৎসাসেবা নিশ্চিত,  ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী মেরামতের জন্য বরাদ্দের দাবি জানান।
মানববন্ধন মেসে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7989990508690711736

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item