অবিরাম বর্ষনে কৃষি কাজে বিঘ্ন, কামলা কৃষানেরা কর্মহীন হয়ে পরছে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
অব্যাহত অবিরাম বর্ষনে রংপুরের পাগলাপীরে কৃষি শ্রমজীবী কামলা কৃষাণসহ ছিন্নমুল মানুষরা কর্মহীন হয়ে পড়ছে ফলে অর্থ খাদ্য সংকটে এসব পরিবারের মানুষরা দূর্বিষহের মধ্যে জীবন যাপন করছেন। জানা গেছে, গত সোম থেকে শুক্রবার সহ টানা পাঁচদিন অবিরাম বর্ষনে পাগলাপীর অঞ্চলে কৃষি কাজ কর্মে বিঘœ ঘটায় শ্রমজীবী কামলা কৃষান দীনমজুররা কর্মহীন হয়ে পড়ছে। ফলে কোথাও কাজ কর্ম না থাকায় এইসব পরিবারের মানুষজন অর্থ খাদ্য সংকটে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। অনেকে পরিবারে বৌ বাচ্চাদের ুধার জ্বালা সইতে না পেরে শহর বন্দরে রিস্কা ভ্যান কিংবা বাস কোচের হেল্পারী করে জীবিকা করছেন। সরেজমিনে পাগলাপীর গোকুলপুর গ্রামের কৃষক দুলালসহ কয়েকজন কৃষি শ্রমিকরা জানান অবিরাম বর্ষনে আমন ধানের জমিতে পানি থৈ থৈ করছে ফলে জমি থেকে পানি না নেমে যাওয়া পর্যন্ত নিড়ানী কাজ করা যাচ্ছে না। এ অবস্থা পাগলাপীর অঞ্চল জুড়ে বিরাজ করায় কৃষি শ্রমজীবী কামলা কৃষানেরা কর্মহীন হয়ে পড়ছেন।

পুরোনো সংবাদ

রংপুর 1716350457580155691

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item