অবিরাম বর্ষণে ঘাঘট বুল্লাই ২টি নদী সহ পুকুর ডোবা ও আমন জমিতে পানি থৈ থৈ করছে।

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ অব্যাহত অবিরাম বর্ষনের পানিতে রংপুরের পাগলাপীরে ঘাঘট বুল্লাই ২টি নদী সহ  পুকুর ডোবা নালা জলাশ্বয় ও নিচু এলাকার আমন ধান শাকসবজি সহ নানা মৌসুমী রবিশস্য জমিতে পানি থৈ থৈ করছে। জানাগেছে গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অব্যাহত অবিরাম বর্ষনের পানিতে পাগলাপীরের ঘাঘট ও বুল্লাই ২টি নদীতে পানি আশাংঙ্কা হারে বৃদ্ধি পেয়েছে। নদীতে পানি বৃদ্ধির সঙ্গে পানির স্রোত ও ঢেউয়ের শব্দে নদীর পার ভেঙ্গে যাচ্ছে।
ফলে বাড়ী ঘর গাছ গাছরা চাষাবাদী ভিটেমাটি জমি সহায় সম্বল নদীর গর্ভে বিলিন হওয়ার আশাংঙ্কায় ঘাঘট নদীর দুপাড়ের বাসিন্দারা খলেয়া ইউনিয়নের বোচাকুমিরের চর, বিড়াবাড়ী, পাগলাপীরের ঝংলাইর পাড়, বেলবাড়ী কিশামত খলেয়া ও দেবীপুর গ্রামের শতাধীক পরিবার পরিজন আতঙ্কে দিনাতিপাত করছে। অব্যাহত অবিরাম বর্ষনে পুকুর ডোবা নালা জলাশয় গুলোতে পানি থৈ থৈ করায় বড় ধরনে বন্যার আশাংঙ্কায় পাগলাপীরের ধনী পাড়া, হরকলি, কিশামত হরকলি, হাজরারঝার, ঠাকুর পাড়া, উড়িয়া বালইশার পাড়, পাঁচপাড়া, শিবের বাজার হিন্দুপাড়া, ঝংলাইর পাড় ও বিড়াবাড়ীতে শতাধিক মৎস জীবির কোটি টাকার বিভিন্ন জাতের মাছ পানিতে ভেসে যাওয়ার আতঙ্কে পরিবার পরিজন নিয়ে এখন পুকুর ডোবার পারে সংসার পাতছেন। এছাড়া অবিরাম বর্ষনের পানিতে পাগলাপীরের হরিদেবপুর ও খলেয়া ইউনিয়নের নিচু এলাকায় শত এককরের জমিতে আমনধান, আখ ও শাকসবজি সহ নানা মৌসুমী রবিশস্য জমিতে পানি থৈ থৈ করায় ফসল নষ্ট হওয়ার আশাংঙ্কায় কৃষকরা হ্যা-হুতাশায় পড়ছেন। ইতিপূর্বে গত আগষ্ট মাসের শেষ সপ্তাহের বন্যার পানিতে পাগলাপীরের উড়িয়া বালশা, পাঁচপাড়া, হরকলি ক্যালেনের পাড়, বরন্তর, হাজরারজার ও ঠাকুর পাড়া সহ ১০ গ্রামে শতাধিক পরিবার পানি বন্ধি ও ১৫ মৎস পরিবারের ২০ টি পুকুরে অর্ধ কোটি টাকার বিভিন্ন জাতের মাছ ভেসে সাবার এবং শতাধিক এককের জমিতে আমনধান আখ শাকসবজি সহ নানা মৌসুমী শস্য পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়ছে। সেই বন্যার ধকল থেকে কুলে উঠতে না উঠতে আবারো টানা ৫ দিনের অবিরাম বর্ষনের পানিতে পাগলাপীরে ঘাঘট বুল্লাই ২টি নদী সহ পুকুর ডোবা ও আমনধান সহ মৌসুমী শস্যজমিতে পানি থৈ থৈ করার ফলে শত শত কৃষক মৎস চাষী ফসল নষ্ট হওয়া পানিতে মাছ ভেসে যাওয়া ও বাড়ীঘর  নদীর গর্ভে বিলিন হওয়ার আশাংঙ্কায় মানুষজন চোখে সরিষাফুল দেখছেন।

পুরোনো সংবাদ

জনদূর্ভোগ 5225743264229265049

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item