রংপুরে যাত্রীবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত॥

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিষ :


লাইনে পাথর না থাকা ও সংস্কারের অভাবে রংপুর স্টেশনের লালবাগ রেলগেট এলাকায় আবারও যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় দিনাজপুরগামী আন্তঃনগর দোলন এক্সপ্রেস ট্রেনের পিছনের ২টি বগি দুর্ঘটনায় পড়ে। রাত ১১টা পর্যন্ত রংপুর পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
রংপুর স্টেশন সূত্র জানায়, সান্তাহার থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর ট্রেনটি স্টেশন ছেড়ে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা দেয়ার কিছুক্ষণ পর লালবাগ রেলগেটের কাছে পিছনের দু’টি বগির লাইনচ্যুত ঘটে। পরে লাইনচ্যুত হওয়া বগি দুইটি খুলে রেখে দিনাজপুরের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়। স্টেশন মাস্টার আঃ বাছেত মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন এলেই বগি ওঠানো হবে।
এদিকে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায় রেল লাইনে পাথর না থাকা এবং সংস্কার না হওয়ায় কয়েক দিন পর পর ট্রেনের লাইনচ্যুতের ঘটনা ঘটে। তাদের অভিযোগ দুর্ঘটনার পর সাময়িক তোরজোর দেখা গেলেও পরক্ষণে তাদেরকে পাওয়া যায় না। ফলে অরক্ষিত হয়ে পড়েছে রংপুর স্টেশনসহ পূর্ব পশ্চিমের কয়েক’শ গজ রেল লাইন।

পুরোনো সংবাদ

রংপুর 5510419769910407615

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item