বন্যার ধকল না কাটতেই ভ্যাপসা গরমে অতিষ্ট মানুষ, দুর্ভোগ কমেনি বানভাসি মানুষের

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
বন্যার ধকল না কাটতেই ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে পড়ছে সর্বশ্রেণীর মানুষজন। জানাগেছে গতকাল বৃহস্পতিবার থেকে কয়েকদিন ধরে  দিবারাত্রি বিরাজ করছে ভ্যাপসা গরম। ভ্যাপসা গরমের কবল থেকে শিশু কিশোর কিশোরী বৃদ্ধ সহ সমাজের সর্বশ্রেনীর মানুষজন কেহই রেহাই পাচ্ছে না। ভ্যাপসা গরমে ব্যাংক বীমা এনজিও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ অঞ্চলের বিভিন্ন হাটবাজারে ব্যবসা বানিজ্যে বিঘœ ঘটছে। ভ্যাপসা গরমের কবল থেকে অঞ্চলের মানুষজন ফ্যানে হাওয়াবাতাস খেয়েও নিস্তার পাচ্ছে না।
 খরা রৌদ্র ও আবহাওয়া শুকনোতায় রংপুরের পাগলাপীরে ঘাঘট বুল্লাই দুটি নদী খাল বিল পুকুর ডোবা সহ নিচু এলাকা আমন আখ সহ নানা মৌসুমী শস্য জমি হতে পানি নামতে শুরু করেছে। জানাযায় গত মঙ্গল ও বুধবার টানা দুদিনের আবহাওয়া শুকনো তায় নদী নালা পুকুর ডোবায় পানি নামতে শুরু করছে এবং পাড়া মহল্লার ঘরবাড়ি কাচা রাস্তাঘাট গুলিতে মানুষজনের চলাচল কিছুটা স্বাভাবিক উঠলেও দুর্ভোগ বিভীষিকা কমেনি বন্যা দুর্গত এলাকা পাগলাপীরের উড়িয়া বাইলশার পাড়, পাচপাড়া, হরকলি ক্যানেলের পাড়, বরন্তর, হাজরারঝার, ঠাকুর পাড়া, বেলবাড়ি, দেবীপুর, বিড়াবাড়ি সহ ১০ গ্রাম পাড়া মহল্লার বানভাসি প্রায় ২ শতাধিক পরিবারের। ফলে এইসব পরিবারের বিশেষ করে অসহায় দরিদ্র মানুষরা বন্যার কবলে মঙ্গার কড়াল গ্রাসে আজ কর্মহীন হয়ে অন্যখাদ্য সঙ্কটের সঙ্গে কলেরা, ডায়রিয়া, জ্বর, সর্দি , চুলকানি সহ নানা রোগব্যাধি মাথায় নিয়ে আর্তমানবতার মধ্যে চরম দুর্ভোগ দুর্যোগ দুর্বিষহে জীবন যাপন করছে। এদিকে বন্যা চলাকালীন সময়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান বন্যা দুর্গত পাড়া মহল্লা পরিদর্শন শেষে বানভাসী মানুষের জন্য তিনি সরকারের পক্ষ থেকে ৩৩৩ কেজি চাল বিতরণ করলেও মাত্র ৫০ জন দরিদ্র পরিবারের ভাগ্যে জুটেছে সেই চাল। ফলে বাকি বানভাসী অসহায় দরিদ্ররা ত্রানের চাল না পেয়ে ও কাজ কর্ম না থাকায় এইসব পরিবারের লোকজন জীবন কাটাচ্ছেন ছাওয়াল করে কেউবা রিক্সা ভ্যান অটো সিএনজি বাস কোর্সের হেল্পারি চালিয়ে আর্তমানবতার মধ্যে জীবন যাপন করছেন। জানাগেছে প্রায় মাস ব্যাপী অব্যহত ভারী বর্ষন বন্যায় পাগলাপীরে ১০ গ্রামে প্রায় ২ শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়ে এবং পুকুর ডোবা পানিতে তলিয়ে ১৫ মৎসচাষী অর্ধকোটি টাকার বিভিন্ন জাতের মাছ ভেসে সাবার এবং শতএকরের জমিতে পানি উঠায় আমন আখ সহ নানা রবি শস্য ব্যাপক ক্ষতি সাধন হওয়ায় কৃষকরা আজ দিশেহারা হয়ে পড়ছেন।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 4651996004062816601

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item