পাগলাপীরে শাকের কদর বেড়েছে যাওযায় উৎসুক ক্রেতাদের ছুটাছুটি

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে বিভিন্ন হাট বাজারে শাক সবজির কদর বেড়েই চলছে। ফলে উৎসুক ক্রেতা সাধারন ধনী গরিব সহ সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষরা ছুটছেন হাটবাজারের বিভিন্ন সবজির দোকানে। জানা গেছে পাগলাপীর সহ অঞ্চলের বিভিন্ন হাট বাজারে ুদ্র সবজি চাষী ও খুচড়া ব্যবসায়ীরা প্রতি কেজি ১ কেজি ওজনের মারা শাকের ৮ আটি ২০ টাকা, পুই শাকের ৪ আটি বিশ টাকা, মুলা শাক ৪আটি ২০ টাকা, কৌলমুল ২আটি ১০/১৫ টাকা ও লাউ শাকের ৪ আটি ২০ টাকা বিক্রি করতেছেন। সরেজমিনে পাগলাপীরের কাচাবাজার নামার হাটে সবজি ব্যবসায়ীরা জানান টানা কয়েকদিনের ভারী বর্ষনে জমিতে পানি উঠায় এত শাকসবজির গাছ পচে ও নষ্ট হওয়ার আশংকায় দাম একটু কমানোর কারনে উৎসুক ক্রেতাদের মাঝে শাকসবজির কদর বেড়েছে। তবে দাম কমানোর ফলে লোকসান থেকে রেহাই পাচ্ছেন সবজি চাষিরা।

পুরোনো সংবাদ

রংপুর 2898901610575158256

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item