পাগলাপীরে শ্যামপুর বদরগঞ্জ সড়কের কার্পেটিং উঠে গর্ত ও জলাবদ্ধতায়- জনদূর্ভোগ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে শ্যামপুর বাদরগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে কার্পিটিং উঠে খাল খন্দক গর্ত ওজলাবন্ধাতায় সৃষ্টি হয়ে পড়ছে। এর ফলে সড়কটিতে দৈন্যদিন অটো কার মাইক্রো মটর সাইকেল সিএনজি রিস্কা ভ্যানসহ যাত্রীবাহী পরিবহন শিার্থী ও পথচারীরা জীবনের ঝুকি নিয়ে চরম দূর্ভোগে চলাচল করছে। এজন্য দেখার কেউ নেই? জানা গেছে, শ্যামপুর বদরগঞ্জ সড়কের জিরো পয়েন্ট পাগলাপীর বন্দরের রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়ক হতে হাশি শিশু শিালয় প্রি ক্যাডেট স্কুল পর্যন্ত ৫শ ফিট সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং পাথর খোয়া ছাল চামড়া উঠে অর্ধশতাধিক খাল খন্দ গর্ত সৃষ্টি হয়ে পড়ছে। ফলে এমনিতে বর্ষা ভরা মৌসুম চলছে তার উপর সামান্য বৃষ্টিপাতে কাল খন্দ গর্তগুলীতে পানি ভরাট হয়ে এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পড়ায় সড়কটিতে শিার্থী পথচারীরা চলাচল করাতো দুরে কথা যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়ছে। তবুও অটো সিএনজি ভটভটি রিক্সা ভ্যান সহ নানা হালকা পাতলা যাত্রীবাহী পরিবহনগুলী জীবনের প্রয়োজনের তাগিদে সড়কটিতে জীবনের ঝুকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করতে গিয়ে ছোট বড় দূর্ঘটনাসহ নানা অপ্রতিকর ঘটনার কবলে পড়ে চালক শিার্থী পথচারী ও যাত্রীরা শারীরিক নানা অঙ্গহানীর স্বীকার হচ্ছেন। সরেজমিনে পাগলাপীরে হাশি শিশু শিালয় এন্ড প্রি ক্যাডেট স্কুলের অধ্য অধ্যাপক মোঃ গোলাম সারোয়ার মির্জা অরবিট একাডেমীর অধ্য সাব্বিরুল ইসলাম ইমন ও স্টার একাডেমীর অধ্য গোলাম রব্বানী ােভ ও দুঃখ প্রকাশ করে জানান সড়কটির বেহাল ভগ্ন দশা হয়ে পড়ায় বৃষ্টি বাদলের দিনে কোমলমতি শিশু শিার্থীরা চরম দুর্ভোগে যাতায়াত করছে। আবার অনেক শিার্থীরা সড়কটির বেহাল দশার কারনে স্কুলে ঠিকমতো না আসায় তিগ্রস্থ স্বীকার হচ্ছেন শিার্থীরা। মেসার্স সুমন ইলেক্ট্রনিক্স এর প্রোপাইটার মোঃ আব্দুর রব সরকার দুদু, সিয়াম লাইব্রেরীর প্রোপাইটার সোহানুর রহমান সোনাসহ সড়কে চলাচলরত বিভিন্ন মহল জানান, পানি নিস্কাসনের জন্য একটি ড্রেনের অভাবে সামান্য বৃষ্টিপাতে পানি বেরুনোর কোন পথ না থাকায় সড়কের এখানে ওখানে সেখানে পানি জমাট বদ্ধ হয়ে থাকছে। এর ফলে সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চাকায় জমাটবদ্ধ পানি পিষ্ঠ হওয়ায় সড়কের কার্পেটিং পাথর খোয়া উঠে ধীরে ধীরে সেখানে খাল খন্দ সৃষ্টি হয়ে বেহাল দশা হয়েছে সড়কটি। সড়কটির বেহাল ভগ্ন দশার কারনে প্রত্যেহ দূর্ঘটনা আশংকাহারে বেড়েই চলেছে। তাই সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক হেল্পার পথচারী শিার্থী সহ পাগলাপীরের ভুক্তভোগী সাধারন মানুষজন পানি নিস্কাসনের জন্য ড্রেন নির্মাণসহ সড়কটি সংস্কারের দাবিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন মহলের দৃষ্টি কামনা করছেন।


পুরোনো সংবাদ

রংপুর 2464926737154587859

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item