নীলফামারীতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় ২ যুবককে জরিমানা

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নীলফামারীতে দুই যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের বেড়াডাঙা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আল আমিন (১৭) ও একই গ্রামের হামিদুল হকের ছেলে সবুজ ইসলাম (১৬)।
পুলিশ জানায়, স্কুলে যাওয়া আসার সময় প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো আল আমিন ও সবুজ। বাধ্য হয়ে মেয়েটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে ওই দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয় সোপর্দ করে পুলিশ।পরে, ভ্রাম্যমাণ আদালতে দুই যুবককে হাজির করলে বিচারক উভয়কে দেড় হাজার করে মোট তিন হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদন্ডের নির্দেশ দেন। তাৎণিকভাবে দুই যুবক জরিমানার টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়।নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7450624196717709082

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item