সাংবাদিকদের অংশগ্রহনে নীলফামারীতে প্রতিবন্ধীতা ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ

জেলা পর্যায়ের গণমাধ্যমের ২০জন জাতীয় দৈনিক ও টিভি সাংবাদিকদের অংশগ্রহনে প্রতিবন্ধীতা ও আমাদের করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নীলফামারী মিডিয়া হাউসে এই  আলোচনা সভাটি  দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ কমিউনিটি প্রোগ্রামের সহযোগীতায় এবং কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন নীলফামারীর আয়োজনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন  জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক। সাংবাদিক আব্দুল বারীর  সভাপতিত্বে শারীরিক প্রতিবন্ধী দশম শ্রেনীর ছাত্রী মনিরা আক্তারের সঞ্চালনায় আলোচনায় অংশনেন দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ  কমিউনিট প্রোগ্রাম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দেলওয়ার হোসেন দিলু, কমিউনিটি প্রকল্পের জেলার উন্নয়ন সম্বয়ক (ডি.ডি.এস) জিতেন্দ্র নাথ ঋষি, কমিউনিটি উন্নয়ন সম্বয়ক  (সি.ডি.এফ) খোকন রায় ও শেফানুয়েল, কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন নীলফামারীর সভাপতি জিকরুল হক প্রমুখ।
আলোচনায় বক্তরা বলেন কুষ্ঠ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সকল প্রকার প্রতিবন্ধীতা দূর করা হলে তারাও দেশ ও জাতির জন্য বিশেষ ভুমিকা রাখবে।  চাহিদাস¤পন্ন শিশুদের পরিবার তাদের সন্তানদের ভবিষ্যত চিন্তায় বিশেষ চাহিদাস¤পন্ন শিশুদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর সাথে যুক্ত হয়েছে গণমাধ্যমে বিশেষ চাহিদা স¤পন্ন ব্যক্তিদের নিয়ে আলোচনা ও সংবাদ প্রকাশের মাধ্যমে। এখানে প্রতিবন্ধীদের সমস্যা, সুযোগ, বঞ্চনা নিয়মিত ভাবে উঠে আসছে। এর ফলে বিশেষ চাহিদাস¤পন্ন শিশুদের অবস্থার বেশ ইতিবাচক পরিবর্তন এসেছে। এরপরও প্রকৃত অধিকার থেকে বেশীর ভাগ বিশেষ চাহিদাস¤পন্ন শিশুই বঞ্চিত হচ্ছে। এর কারন এখনো বাবা-মার মাঝে সঠিক সচেতনতা আসেনি। বিশেষ করে প্রান্তীক পর্যায়ে যে বাবা-মা রয়েছে তাদের সচেতনতা শূণ্যের কোঠায়। বিশেষ চাহিদাস¤পন্ন শিশুদের প্রতি সমাজের মানুষের বিরূপ ধারণাও এই ধরনের শিশুদের অবস্থার পরিবর্তনে বিরূপ প্রভাব ফেলছে। সব মিলিয়ে এখনো বিশেষ চাহিদাস¤পন্ন শিশুদের সামাজিক ভাবে পূর্ণ পূণর্বাসনে সফলতা আনতে অনেকদূর যেতে হবে। তাই সকলে সচেতন হলে কুষ্ঠ  ও প্রতিবন্ধী ব্যক্তিদের সকল প্রতিবন্ধীতা দূর হবে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2332939925555124902

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item