নীলফামারীতে দরিদ্রবান্ধব কর ব্যবস্থা বিষয়ক মত বিনিমিয় সভা

এ.আই.পলাশঃ
দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে হলে পরোলমঘ করের বোঝা কমিয়ে প্রত্য করের নায্যতা নিশ্চিত করতে হবে। এতে ধনী-দরিদ্রের মধ্যে কর সমতা ফিরে আসবে, অর্থনীতির চাকা সচল হয়ে উন্নয়ন তরাম্বিত হবে।  শনিবার নীলফামারী শহরে জোরদরগায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রশিণ কেন্দ্রে দিনব্যাপী দরিদ্রবান্ধব কর ব্যবস্থা ও বাজেট বিকেন্দ্রীকরণ বিষয়ে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন বক্তরা। গত১২ই সেপ্টেম্বর ২০১৫ইং সকাল ১০টায় উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশের সহযোগীতায় ওই মত বিনিময় সভার আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)। মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্য সারওয়ার মানিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রবীন আইনজীবি জোনাব আলী, উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দীন আলী, সাংবাদিক মীর মাহমুদুল হাসান , আব্দুল বারি, ভূবন রায় নিখিল, আইনজীবি অসিত কুমার ধর প্রমুখ। সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন একশন এইডের প্রতিনিধি রিপন আচার্য। বক্তারা আরও বলেন, জাতীয় বাজেট হওয়া প্রয়োজন জনগনের অংশগ্রহণে। তাহলে যাদের জন্য বাজেট, তারাই তাদের চাহিদা নিরুপন করতে পারবেন। এলাকাভিত্তিক বৈষম্য কমাতে জেলা বাজেটের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। আলোচনা সভার উপস্থাপনা করেন, মোঃ কায়কোবাদ হোসেন, উদাঙ্কুর সেবা সংস্থা ইউএসএস চিলাহাটি শাখা

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5678391088029338745

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item