নীলফামারীর উত্তরা ইপিজেডে পরচুলা ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ড ৬ শ্রমিক আহত

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রীনবিডি লিমিটেড নামের একটি পরচুলা তৈরীর কারখানার  ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে ওই কারখানার বিডি-থ্রী-এ ভবনের দ্বিতীয়তলার হিটিংরুম থেকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে  আগুনের সুত্রপাত ঘটলে উৎপাদিত পরচুলা সহ বেশ কিছু মালামাল ভস্মিভুত হয়। এ সময় আতংকে হুরোহুরি করে বাহিরে বেরিয়ে আসার সময় ৬জন নারী ও পুরুষ শ্রমিক আহত হয়।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের  ৪টি ইউনিট ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। এতে ক্ষতির পরিমান ১৪ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় এভারগ্রীনবিডি লিমিটেড পরচুলা তৈরীর কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানালেও উত্তরা ইপিজেডের জেনারেল ম্যানেজার আখতার আলম মোস্তাফি ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন  উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রীনবিডি লিমিটেডের উৎপাদন কারখানা রয়েছে ৫টি।এর মধ্যে তাদের  বিডি-থ্রি এ- বিল্ডিং এর দ্বিতীয় তলায় উৎপাদিত পরচুলা হিটিংরুমে রেখে  ৫টি হিটারের মাধ্যমে শুকানো হয়। সেখানে একটি হিটারের সমস্যা হওয়ায় সেখান থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথামিকভাবে ধারনা করা হচ্ছে। তিনি বলে আগুনের সময় ওই কারখানার শ্রমিকরা বেরিয়ে আসার সময় ৬জন শ্রমিক আহত হয়েছে। তিনি আরো জানান উত্তরাইপিজেডের ৩টি ও নীলফামারীর ১টি সহ ৪টি ফায়ার সার্ভিস ইউনিট এসে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে।উত্তরা ইপিজেডের অভ্যান্তরের থাকা হাসপাতাল সুত্র জানায় আহত শ্রমিক রূপালী,আব্দুল রশিদ, আফিয়া,রুনা,এলিজা ও আবু মুছাকে চিকিৎসা প্রদান করা হয়েছে। এদের মধ্যে নারী শ্রমিক রুনার হাতে সেলাই দিতে হয়। নীলফামারী ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক কোবাদ আলী সাংবাদিকদের বলেন প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এই অগ্নিকান্ডে ওই কারখানার প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2206956264146762521

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item