প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে জলঢাকায় বে-সরকারী শিক্ষকদের আনন্দ মিছিল

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি
   
নীলফামারীর জলঢাকায় বে-সরকারী এমপিও ভুক্ত শিক্ষকদের ৮ম জাতীয় বেতন স্কেলে অন্তভূক্ত করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার বে-সরকারী শিক্ষকসহ কর্মচারী। বুধবার দুপুরে  জলঢাকা কলেজের অধ্যাপক ও উপজেলা বাকশিস সভাপতি আজিজুল ইসলাম, স্বাধীনতার শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালী জলঢাকা কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় জিরোপয়েন্টে সমাবেশে মিলিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর বক্তব্য রাখেন জলঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হক, অধ্যাপক আজিজুল ইসলাম,ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, প্রভাষক সাখাওয়াত হোসেন, শিক্ষক আকবর হোসেন, নুরুজ্জামান, নির্মল চন্দ্র রায়, হাফিজুর রহমান, রফিকুল আলম, মর্তুজা ইসলাম প্রমুখ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4964595881582695147

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item