জলঢাকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করলেন সভাপতি

স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর জলঢাকায় মীরগঞ্জ হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করলেন ওই প্রতিষ্ঠানের সভাপতি জাহাঙ্গীর আলম। মঙ্গলবার তার লিখিত অভিযোগে জানা যায় প্রতিষ্ঠানের সহকারী  শিক্ষক আইয়ুব আলী ভূয়া নিবন্ধন দিয়ে চাকুরী গ্রহন করেন। ২০১৩ সালে মিনিষ্ট্রি অডিটে তার সনদ ভূয়া প্রমানিত হলে বেতন ভাতা বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রনালয়। এমতাবস্থায় ২০১৫ সালে ঈদুল ফিতরের উৎসব ভাতায় ওই শিক্ষকের নামে বরাদ্দকৃত টাকা অন্য চার শিক্ষকের হিসাব নম্বরের সাথে যোগ করে উত্তোলন করেন প্রধান শিক্ষক। এই ঘটনায় সভাপতি প্রধান শিক্ষককে কৈফিয়ত তলব করে ৭ দিনের মধ্যে জবাব দাখিলের নিদের্শ দেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক  মোস্তাফিজার রহমানের সাথে কথা হলে তিনি এর সত্যতা স্বীকার করে বলেন যদি এমনটি হয়ে থাকে তা হলে অতিরিক্ত টাকা ব্যাংকের মাধ্যমে ফেরত দেবো। অভিযোগকারী প্রতিষ্ঠান সভাপতি জাহাঙ্গীর আলম বলেন প্রধান শিক্ষককে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা বললে তিনি মামলা ও ছাত্র দিয়ে আন্দোলন করে ঘটনা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার হুমকি দেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6081840479161652841

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item