জলঢাকায় টিএন্ডটি কর্মচারী মতিয়ারের বিরুদ্ধে মহিলাদের বিক্ষোভ ॥ থানায় মামলা

জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি -
নীলফামারীর জলঢাকায় এক গৃহবধুকে জোরপূর্বক শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে এলাকার বিক্ষুব্ধ মহিলারা। ঘটনাটি উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌপুথি ঈদগাহ মাঠ এলাকায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযোগে জানা যায়, মঙ্গলবার সকালে মুর্শিদা বেগম (৩৫) নামে ওই মহিলা বাজার করে বাসায় যাওয়ার পথে বালাগ্রাম ইউনিয়নের চৌপুথি ঈদগাহ মাঠের কাছে জলঢাকা টিএন্ডটি অফিসের লাইনম্যান একাধিক মামলার আসামী মতিয়ার রহমান (টুনু) সহ ৪/৫ জন ওই গৃহবধুর উপর আক্রমন করে শ্লীলতাহানি ঘটায়। এ সময় বাধা দিতে গেলে তাকে মারধর করে গলা টিপে ধরে মারাত্মক আহত করে। বর্তমানে আহত অবস্থায় মুর্শিদা বেগম জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ ঘটনা জানাজানি হলে ওই এলাকার নারীরা আসামী গ্রেফতারের দাবীতে মিছিল নিয়ে জলঢাকা থানায় আসে। পরে পুলিশ প্রশাসনের পক্ষে বিক্ষুব্ধ মহিলাদের আশ্বাস্ত করলে তারা চলে যায় এবং ওই রাতে আহত মহিলা ৪জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। প্রতিবেশি সায়েদা, তৈয়ব আলীর সাথে কথা বললে তারা বলেন, মতিয়ার রহমান (টুনু) দীর্ঘদিন যাবত জলঢাকা টিএন্ডটি অফিসে কর্মরত থাকায় গ্রামে বিভিন্ন বয়সের নারীদের লাঞ্ছিতসহ গন্যমান্য ব্যক্তিদের মাঝে আতংকের সৃষ্টি করেছে। এ ঘটনার অভিযুক্ত মতিয়ার রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে জলঢাকা থানার অফিসার ই্নচার্জ দিলওয়ার হাসান ইনাম ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 7505140151497214697

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item