ডোমার খাদ্যগুদাম কর্মকর্তার কান্ড

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

দুঃস্থ্য মাতা (ভিজিডি) কার্ডের চাল সরবরাহে ওজনের কম দেয়ার অভিযোগ উঠেছে নীলফামারী ডোমার উপজেলার সরকারি খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে। মঙ্গলবার খাদ্য গুদামে এ ঘটনা নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ চাল উত্তোলন না করে ফিরে যান। ইউপি চেয়ারম্যানদের অভিযোগ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা প্রতি বস্তায় দেড়কেজি করে কম চাল দিয়েছিল। এতে মোট ২ হাজার ৯৩৬ বস্তায় ৪ হাজার ৪০৪ কেজি চাল কম দেয়া হচ্ছিল। যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা। জানাযায়, ডোমার উপজেলার ৫টি ইউনিয়নের জন্য জুলাই ও আগষ্ট এই দুই মাসের ভিজিডি কার্ডের চাল সরবরাহ করা হয় মঙ্গলবার। প্রতিটি বস্তায় চাল থাকবে ৩০ কেজি করে। আর বস্তা সহ ওজন হবে সাড়ে ৩০কেজি করে। এরমধ্যে পাঙ্গামটকপুর ইউনিয়নের ৩০৭টি কার্ডের বিপরিতে ৬১৪ বস্তা, বোড়াগাড়ী ইউনিয়নে ৩২৯টি কার্ডের বিপরিতে ৬৫৮ বস্তা, ডোমার সদর ইউনিয়নে ২৭৫ কার্ডের বিপরিতে ৫৫০ বস্তা, হরিণচড়া ইউনিয়নে ২২৪ বস্তার বিপরিতে ৪৪৮ বস্তা ও সোনারায় ইউনিয়নের ৩৩৩ টি কার্ডের বিপরিতে ৬৬৬ বস্তা। সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর করিম সরকার অভিযোগ করে জানান, এবার সরকারের পক্ষে ভিজিডি চাল বিতরনে নতুন নিয়ম চালু করেছে। যা প্রতিমাসে কার্ড ধারীরা বস্তা সহ ওজনে সাড়ে ৩০ কেজি করে চাল পাবেন। এ জন্য খাদ্য গুদামেই সংশ্লিষ্টরা ওই নতুন নিয়মে চাল ভরে বস্তা তৈরী করেন। তিনি বলেন, নতুন নিয়মে এবার চাল উত্তোলন করতে এসে বস্তা ওজন করে দেখা যায় প্রতিটি বস্তায় সাড়ে ৩০ কেজি চালের স্থলে ২৯ কেজিরও কম করে চাল রয়েছে। এ ঘটনার প্রতিবাদ করে আমরা চাল উত্তোলন করিনি। বিশ্বাসের উপর বস্তা ওজন না করেই চাল উত্তোলন করে নিয়ে পাঙ্গামটকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্ট। তিনি জানান, চাল উত্তোলন করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসার পর বস্তা ওজন করে দেখা যায় প্রতিটি বস্তায় দেড় কেজি করে চাল কম। ইউপি চেয়ারম্যানদের অভিযোগ মতে,  ৫ ইউনিয়নের দুই মাসের ভিজিডি কার্ডের মোট ২ হাজার ৯৩৬টি বস্তায় ৪ হাজার ৪০৪ কেজি চাল কম দেয়া হচ্ছিল। যার বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা। ডোমার উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আইয়ুব আলী ঘটনার সত্যতা স্বী^কার করে জানান, আমরা ইচ্ছাকৃতভাবে বস্তায় চাল কম দেইনি। আমাদের সরকারী ওজন দেয়ার যন্ত্রটি নষ্ট হওয়ায় অন্য যন্ত্র দিয়ে চাল মাপ দেয়ায় এ ঘটনা ঘটে। ভালো কাটা (মাপযন্ত্র) দিয়ে পুনরায় চাল ওজন করে বস্তায় ভরে ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে সরবরাহ করবে বলে তিনি জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 428628977639114395

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item