ডোমার ইউপি চেয়ারমানের অনিয়ম দূর্নীতির অভিযোগ দাখিল

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর ডোমার সদর ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুল ইসলমের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদ করে বৃহস্পতিবার দুপুরে ৫ জন ইউপি সদস্য ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার কাছে লিখিত অভিযোগ করেছে। অভিযোগকারীরা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত করে অপসারন দাবি করে। নির্বাহী কর্মকর্তা অভিযোগ হাতে পেয়ে বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।অভিযোগকারী ইউপি সদস্যরা হলেন  ৫ নম্বর ওয়ার্ডের,আব্দুল মজিদ, ৩ নম্বর ওয়ার্ডের সোলেমান আলী, ৪ নম্বর ওয়ার্ডের  ইসমাইল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের  এমদাদুল হক, ও সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা বেগম। 
তারা লিখিত অভিযোগে উল্লেখ করেন যে ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম  সরকারের দেয়া বরাদ্দে অর্থ উন্নয়ন মুলক কর্মকান্ডে ব্যয় না করে ব্যাপক অনিয়মের মাধ্যমে দূর্নীতি করে আসছে। এরমধ্যে এলজিএসপি ২ এর আওতায় ২০১৪/১৫ইং অর্থ বছরে একক সিদ্ধান্তে প্রকল্প দাখিল করেন। এই প্রকল্পে ৬ টি ওয়ার্ডে  ২৭টি নলকুপ স্থাপনের স্থলে ২০টি নলকুপ স্থাপন করে।  প্রতিটি নলকুপ স্থানে সরকারের সাড়ে ১৪ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হলেও ৫ হাজার টাকার মূল্যের নলকুপ স্থাপন করা হয়েছে। এ ছাড়া কৃষি মন্ত্রনালয়ে ২০১৫ সালে বোরো মৌসুমে ধান ক্রয় মেশিনে চেয়ারম্যান কোন কৃষককে সুযোগ না দিয়ে ভুয়া কৃষকের নামে তা কালোবাজারে বিক্রি করে দিয়েছে। ভিজিএফ, টিআর, কাবিখা ও হতদরিদ্রদের কর্মসুচি ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যা অনুপাত বিভাজন না করে তার ইচ্ছা অনুযায়ী বরাদ্ধ দিয়েছে। কাবিখার মাধ্যমে ইউনিয়ন পরিষদের রাস্তা তৈরীকরণে মাটির কাজ না করেই ৬ টন চাল কালোবাজারে বিক্রি করেন। গ্রাম আদালতের এজলাস তৈরীতে ৩০ হাজার টাকার বরাদ্দ আসে। এই টাকাও ইউপি চেয়ারম্যান আতœসাত করেন। ডোমার সাব-রেজিষ্ট্রি অফিস হতে দলিল রেজিষ্ট্রেশনের শতকরা ১ ভাগ টাকা উত্তোলন করে ভুয়া ভাউচারে উত্তোলন করে নিজ পকেটে রেখেছেন। আবার ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর, যানবাহন কর, দোকান-ব্যবসা প্রতিষ্ঠানের কর, ইউনিয়নবাসীর উপর কর, নিবন্ধন ফি আদায়ের অর্থ  ব্যাংক একাউন্টে জমা করেনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 2429271573381194656

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item