ডোমারে মিনিবাস ও সিএনজি চালকের মধ্যে সংঘর্ষে আহত-৫ ৪ ঘন্টা যানচলাচল বন্ধ।জনদূর্ভোগে যাত্রীরা

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে তুচ্ছ ঘটনায় মিনিবাস ও সিএনজি চালকের মধ্যে সংঘর্ষে ৫জন আহত হয়েছে। এরই ফলে ৪ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। জানা গেছে, সোমবার সকাল ১১টায় জেলার সৈয়দপুর থেকে ডোমারগামী একটি মিনিবাস অচিনতলা নামক স্থানে একটি সিএনজিকে ওভারটেক করার সময় ধাক্কা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে ডোমার বাসষ্ট্যান্ড সংলগ্ন প্রশিকা মোড়ে বাসটিকে সিএনজি চালকের লোকজন আটক করে। সেখানে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে  মহিলাসহ উভয় পরে কমপে ৫ জন আহত হয়। আহতদের মধ্যে মিনিবাস ড্রাইভার আব্দুল গনী ও সিএনজি চালক আইজুল হককে ডোমার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ডোমার-সৈয়দপুর রুটে ৪ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পরে মামলার প্রস্তুতি চলছে। ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়েছি। উভয় পক্ষকে সিয়ে বসে সমাধানের চেষ্টা চলছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7450434905627191390

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item