ডোমারের গোমনাতী ইউনিয়নে শিশু বিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধে শীর্ষক মত বিনিময় সভা

এ.আই.পলাশ, চিলাহাটি, নীলফামারী প্রতিনিধি ঃ
বর্তমান সমাজে ব্যাপকহারে শিশু নির্যাতন ও বাল্যবিয়ে ব্যাবপকহরে বৃদ্ধি পাওয়ায় এলাকার বিভিন্ন এনজিও সংগঠন বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে শিশুবিবাহ ও যৌন হয়রানী বিষয়ে মতবিনিময়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালিয়ে যাচ্ছে।  এরই সূত্র ধরে গত ১৩ই সেস্পেম্বর ২০১৫ ইং নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়ন পরিষদের হলরুমে একদিন ব্যাপী এক শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন, গোমানাতী ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, কাজী, পুরহীত, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যাক্তিসহ উক্ত ইউনিয়ন পরিষদের সদস-সদস্যাগণ। এতে সভাপতিত্ব করেন, নজরুল ইসলাম, বক্তব্য রাখেন, প্রাক্তণ প্রভাষক দেলোয়ার রহমান, আমজাদ আলী, আজিজুল হক, আনসার আলী, ইউএসএস চিলাহাটি প্রকল্প সমন্বয়কারী ক্যাম্পাস প্রকল্প  কর্মকর্তা মোঃ কায়কোবাদ হোসেন, সোসাল ডেভলপমেন্ট অফিসার এসডিও মোঃ আঃ রউফ, গোমনাতী ইউনিয়নের দুর্জয় লোক কেন্দ্রের সভাপতি হাবিবা বেগম। সভায় বক্তারা বলেন বর্তমান সরকার বাল্যবিয়ে ও শিশু নির্যাতনের ব্যাপারে কঠোর আইন প্রণয়ন করেছেন এবং প্রতিটি জেলার ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর পরেও এই বাল্যবিয়ে ও শিশু নির্যাতন কমছে না। সেই করাণেই আমাদের উচিত এই মত বিনিময় সভা থেকে কিছু উপদেশ নিয়ে প্রতিটি গ্রামের পাড়ায় পাড়ায় সকল মানুষকে সজাগ করে তোলা এবং কোন অভিভাবক যেন তাদের ছেলে মেয়েদের বাল্যবিয়ে না দেয়। এর পাশাপাশী যৌন হয়রানীর ব্যাপারেও ছেলে মেয়েদের সজাগ রাখা দরকার। উক্ত মতবিনিময় সভার আয়োজন করেন গোমনাতী ইউনিয়নের দুর্জয় লোককেন্দ্র এবং গোমনাতী ইউনিয়ন পরিষদ। সার্বিক সহযোতায় উদাঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশনএইড বাংলাদেশ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4380788367616013214

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item