ডোমারে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে জখম পাশন্ড স্বামী পলায়ন।,

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে জখম করেছে এক পাশন্ড স্বামী। ঘটনাটি ঘটেছে ডোমার পৌর এলাকার ৮নং ওয়ার্ড চিকনমাটি ঠকপাড়া গ্রামে। সরেজমিনে জানাযায়, একই এলাকার আবু বক্করের কন্যা আলো বেগমের সাথে প্রতিবেশী মোজাম্মেল  হকের পুত্র ছিদ্দিকের সাথে বিগত ৫ বছর পূর্বে বিবাহ সম্পন্ন হয়। এবং তাদের একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহের ১ বছর না পেরোতেই নানা টালবাহানায় যৌতুকের টাকার জন্য আলোর  উপর শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসছে। শুধু মাত্র শিশু সন্তানের মুখ চেয়ে নিরবে তা সহ্য করে অতি কষ্টে সংসার জীবন অতিবাহিত করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে টাকার জন্য গালিগালাছ ও মারধর করে। পরদিন ১৩ সেপ্টেম্বর সকালে রাতের কথার জের ধরে ব্যবসা করার জন্য ৫০ হাজার টাকা বাবার কাছথেকে আনতে চাপ সৃষ্টি করে। দরিদ্র পিতার কথা চিন্তা করে তাতে রাজি না হওয়ায় আলার শাশুরী ভাশুর ও ছিদ্দিকের ভাবী মিলে চুলের মুঠি ধরে মাটিতে ছেচরাতে থাকে এবং পিঠে, কোমড়ে কিল, ঘুষি, লাথি মারতে থাকে। আলো প্রতিবাদ করায়  ছিদ্দিক তার মামা ৯নং ওয়ার্ড কাউন্সিলর আনারুল ইসলামকে ডেকে পাঠায়। সে এসে তাদের কথা মতো উল্টো আলোকেই ভয় ভীতি প্রদর্শন করে বলে সে জানায়। আনারুলের কুপরামর্শ দিয়ে চলে যাওয়া মাত্রই আলোর স্বামী ছিদ্দিক বাশেঁর লাঠি দ্বারা আলোকে বেধর মারপিট করে স্বামীর আঘাতে আলো জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এলাকাবাসী গিয়ে তাকে উদ্ধার করে। আসার সময় কোলের শিশু সন্তান ওমর ফারুক(৪) কেও তারা মায়ের সাথে আসতে না দিয়ে জোর পূর্বক আটকে রাখে। আলার মা সাবেক কাউন্সিলর আক্কাছ আলী ও সংশিষ্ট কাউন্সিলর কাওছার আলম কে ডেকে পাঠায়, তারা এসে আলোর অবস্থা বেগতিক দেখে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়। পরে তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবিষয়ে আলোর মা মর্জিনা বেগম ডোমার থানায় মামলা করার প্রস্তুতি গ্রহন করেছে বলে জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 2936525040224557609

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item