ডোমার উপজেলায় স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়ার উপক্রম

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে ডাক্তারের অভাবে স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলার ১০ ইউনিয়নে অবস্থিত উপ-স্বাস্থ্য কেন্দ্রে মোট ৩২ জন ডাক্তারের মধ্যে ২০টি পদই শুন্য রয়েছে। কর্মরত রয়েছে মাত্র ১২জন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন ডাক্তারের স্থলে রয়েছে মাত্র ৭ জন এবং ১০টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে ৫ জন। মাসাধীক আগে শুন্য হয়ে যাওয়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ন আরএমও পদটি সচল রাখতে মির্জাগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার মাহমুদুল হাসানকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। বামুনিয়া, পাঙ্গা মটুকপুর, ডোমার ও চিলাহাটী উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার রয়েছে। অপর ৫টি হরিনচড়া, কেতকীবাড়ী, বোড়াগাড়ী, সোনারায় ও গোমনাতী উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসারের পদ শুন্য রয়েছে। ডাক্তার সংকটের কারনে স্বাস্থ্য কমপ্লেক্সে জন সাধারনের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। এ ছাড়া ১৪ জন নার্সের স্থলে কর্মরত রয়েছে মাত্র ৬ জন নার্স। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম জানান, ডাক্তারের সংকট থাকায় আমরা সমস্যায় রয়েছি। সম্প্রতি প্রধান মন্ত্রীর ঘোষনার পর এখানে বেশ কয়েকজন ডাক্তারকে পোষ্টিং হয়। কিছুদিন থাকার পর তারা সচিবালয়ে তদবীর করে অনত্র বদলী নিয়ে চলে যায়। এখানকার ছাড়পত্র নেয়ার প্রয়োজন মনে করে না। এ উপজেলায় দুই লাধিক মানুষের বসবাস। ডাক্তারের অভাবে স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। ডাক্তার সংকটের বিষয়টি গোটা উপজেলায় ছড়িয়ে পড়ায় হাসপাতালে রোগীর সংখ্যাও দিন দিন কমতে শুরু করেছে। তারা বেঁচে থাকার আশায় ভালো চিকিৎসার জন্য বাড়তি অর্থ ব্যায় করে অনত্র ছুটছেন। ডাক্তারদের বিষয়ে সম্প্রতি প্রধান মন্ত্রীর কঠোর হুশিয়ারীও ভেস্তে গেছে। এ সবের মধ্যে আজ বুধবার স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম ডোমারে আসছেন। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার উপর দিয়ে পার্শবর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অধুনালুপ্ত কোট ভাজিনি ছিটমহলের বাসিন্দাদের সাথে মতবিনিময় করবেন। সেখানে কমিউনিটি কিনিক এবং ক্রিমি নিয়ন্ত্রন ও ফাইলেরিয়া সনাক্তকরন কর্মসূচীর উদ্বোধন করবেন। দুপুরে ডোমার উপজেলার চিলাহাটীতে মধ্যাহ্ন ভোজ সারবেন। ডোমার শহর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুরত্ব ৬ কিলোমিটার। তাই শহরে অবস্থিত ডোমার উপ-স্বাস্থ্যকেন্দ্রটি ২০ শয্যায় রুপান্তিত করার জন্য  মন্ত্রীর নিকট এলাকাবাসী দাবী জানাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 7582207547487035412

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item