ডিমলায় স্যানিটিশন বিষয়ক গণশুনানি সভা অনুষ্ঠিত।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ নিরাপদ পানি স্বাস্থ্য সম্মত পায়খানা উন্নত ব্যক্তিগত স্বাস্থ্যভ্যাস উন্নতি করন প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে মঙ্গলবার দিন ব্যাপি নীলফামারী ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন পরিষদ মাঠে আরডিআরএস বাংলাদেশে এর ব্যাস্থবায়নে কওক জার্মান অর্থায়নে স্যানিটেশন বিষয়ক গণশুনানি সভা অনুষ্ঠিত হয়।

 সভায় সভাপতিত্ব করেন মোশারফ হোসেন মিন্টু, চেয়ারম্যান, নাউতারা ইউপি। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ ও হাবিবুর রহমান এ্যাডভোকেসি অফিসার, আরডিআরএস ডিমলা। আবুল কাশেম, চেয়ারম্যান ফেডারেশন নাউতারা, লায়লা বেগম ইউনিয়ন ফ্যাসিলেটর, খাদিজা বেগম ফ্যাসিলেটর, নাউতারা। এছাড়াও এলাকার গন্যমান্য সুধিজন উপস্থিত ছিলেন। চলমান সভায় সভাপতি তার বক্তব্যে বলেন অত্র ইউনিয়নের ১০ ওয়ার্ডে গরীব ও দুঃস্থ পরিবারদের মাঝে নলকুপের গোড়া পাকা, স্বাস্থ্য সম্মত স্যানিটিশন ও পুল কালভ্যাট যেখানে দেওয়া দরকার তা পরিষদ ও এনজিও দের সহায়তা  বাস্তবায়ন করা হয়েছে এবং তা অব্যহত থাকবে। সভাশেষে উক্ত ইউনিয়নের পাঁচটি পবিবারের মঝে স্যানিটিশন বিতরন করা হয়েছে বলে জানা যায়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4442580035286322890

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item