অপহরনের ৪০ দিন পর উদ্ধার হলো কলেজ ছাত্রী

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃঅপহরনের ৪০ দিন পর উদ্ধার হলো ডোমার সরকারী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী (১৭)।উক্ত ছাত্রী ডিমলা উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই সকালে কলেজ যাওয়ার পথে ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা ফরেষ্টের ডাঙ্গা নামকস্থান থেকে অপহরন হয়েছিল সে। এ ঘটনায় ছাত্রীটির পিতা হামিদুল ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করে।অপহরনের ৪০ দিনপর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নীলফামারী সদরের পলাশবাড়ি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে উক্ত ছাত্রীকে উদ্ধার করে।
এ সময় অপহরনকারী নাছির উদ্দিন (৫০) ও তার পুত্র আফজারুল ইসলাম (২২) আটক করা হয়। আটককৃত পিতা পুত্র নীলফামারীর ডোমার উপজেলার খামার বামুনিয়া গ্রামের বাসিন্দা।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বুধবার আদালতের মাধ্যমে আটককৃত পিতা পুত্রকে কারাগারে পাঠানো হয়। পাশাপাশি উদ্ধারকৃত কলেজ ছাত্রীর ডাক্তারী পরীার জন্য নীলফামারীর সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2935308336635867445

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item