ডিমলায় আবারো প্রতিমা ভাংচুর ।।

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ
  আজ সকালে,নীলফামারীর ডিমলা উপজেলায় আবারো প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।উপজেলার নাউতারা রায়বাড়ি (নিজপাড়া) এলাকায় তুলেশ চন্দ্র রায়,৭৪ পিতাঃ মৃতঃ দলিরাম সিংহরার এর বাড়ি সংলগ্ন, পারিবারিক ৩টি ছোট ছোট মন্দির ঘরের ভিতরে,হাঁতি,ঘোড়া,সহ সর্বমোট ১০টি মধ্যে ৫টি প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা।প্রতিমা গুলোর মধ্যে কালি ঠাকুরের জ্বিহবা,শিব ঠাকুরের নাক,শিতলা প্রতিমার তিনটি মাথা সহ ,কালির সংঙ্গীর মাথা,এবং সন্নাসির মাথা ভেঙ্গে ফেলে।এ ঘটনায় এলাকায় হিন্দু ধর্মাবলম্বী সাম্প্রদায়ের মনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এ ব্যাপারে ডিমলা থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পরির্দশন করেছে বলে জানিয়েছেন থানার সিবিল পোশাক ধারী,ডি,এস,বি মশিউর রহমান।তিনি আরো জানান প্রতিমা ভাংচুর ও এলোমেলো হয়ে পড়ে থাকা দেখতে পায় সকাল ৮টার সময় রায়বাড়ির লোকজনেরা।তবে এব্যাপারে তারা কাউকে সন্দেহ করছেনা।এ রিপোট লেখা পর্যন্ত এবিষয়ে কোন মামলা দায়ের হয় নাই।
    উল্লেখ্য,গত ৩১ আগষ্ট সোমবার গভীর রাতে ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা পুরান থানা শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দিরের চারটি প্রতিমা সহ মন্দিরে ভাংচুরের ঘটনা ঘটেছিল।http://www.obolokon.com/2015/09/dimla.html

পুরোনো সংবাদ

নীলফামারী 1918159200435753650

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item