ত্যাগ নীতি ও আদর্শের সংমিশ্রণে দলকে এগিয়ে নিতে হবে : এমদাদুল হক ভরসা

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :

রংপুর জেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা বলেছেন, ত্যাগ নীতি ও আদর্শের সংমিশ্রণ ঘটিয়ে দলকে এগিয়ে নিতে হবে। স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হলে এর কোন বিকল্প থাকতে পারে না। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন যারা ত্যাগী ও সংগ্রামী তৃণমূলের নেতৃত্ব তাদের হাতে তুলে দিতে হবে। এছাড়া যারা দলীয় সংগ্রামে অংশ না নিয়ে শুধুমাত্র নেতৃত্ব ধরে রাখতে দলকে কুগিত করে রেখেছেন তাদের কাছ থেকেও নেতৃত্ব উদ্ধার করতে হবে, যাতে করে দলীয় কর্মকা-ের সম্প্রসারণ ঘটে। গত শুক্রবার সকালে বদরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙ্গা, বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন শাহান, জেলা বিএনপিনেতা হারুন অর রশিদ, ইয়ামিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সইরুল হুদা, বিএনপি নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক আবুল হোসেন, যুগ্ম আহবায়ক অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক, ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শেখ সায়েম ডালিমসহ ১০ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গদলের সভাপতি এবং সম্পাদকরা।



পুরোনো সংবাদ

রংপুর 1695073033482208058

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item