মাহিগঞ্জে দেড় মাসে একই বাড়িতে দু’বার চুরি

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :

রংপুরের মাহিগঞ্জ সাতমাথা এলাকার এক বাড়িতে গত দেড় মাসের ব্যবধানে দু’বার দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দিন-দুপুরে পরপর এসব চুরির ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করেছেন।
বাড়ির মালিক ও অভিযোগ সূত্রে জানা গেছে, ওই এলাকার মৃত আশরাফ উদ্দিন খানের ছেলে তাজ মোহাম্মদ খান (৫৫) স্বপরিবারে গতকাল শনিবার বিকেলে বেড়াতে যান। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ফিরে এসে দেখেন যে, ঘরের গ্রীল ও তালা ভেঙ্গে চোরেরা নগদ ১৫ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে গেছে।

বাড়ির মালিক তাজ মোহাম্মদ জানান, এর আগে গত জুন মাসের ১০ তারিখ বিকেলে পার্শ¦বর্তী মাহিগঞ্জ এলাকায় শশুর বাড়িতে স্ব-পরিবারে বেড়াতে যান তিনি। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাড়ি ফিরে এসে দেখেন যে, ঘরের তালা ভেঙ্গে চোরেরা ১৪ ভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা এবং প্রায় ৩১ হাজার টাকা মূল্যের শাড়ি ও অন্যান্য কাপড় চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় পরদিন ১১ মে কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এদিকে দেড় মাসের ব্যবধানে পরপর দু’বার চুরির ঘটনায় এলাকাবাসীর মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তারা চুরির সাথে জড়িতদের খুঁজে বের করাসহ মালামাল উদ্ধারে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
গতকাল শনিবার চুরির ঘটনার পর মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ পিপিএম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, পুলিশ চুরির সাথে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।

পুরোনো সংবাদ

রংপুর 5583818331713334132

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item