পেট্রোল বোমা হামলাসহ ১৪ মামলার আসামী মিঠাপুকুরের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা গ্রেফতার

হাজী মারুফ রংপুর ব্যুরো প্রধান :
রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর বাতাসন ফতেপুর এলাকায় খলিল এক্সকুসিভ নামে যাত্রীবাহী নৈশ কোচে পেট্রোল বোমা হামলায় ৫ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী ও বিভিন্ন নাশকতা মামলার আসামী উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুল বাছেত মারজান গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাত দেড়টায় র‌্যাব-১৩ ও মিঠাপুকুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার গড়ের মাথা নামকস্থান থেকে তাকে গ্রেফতার করে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, জায়গীর বাতাসন ফতেপুর এলাকায় পেট্রোল বোমা হামলার মুল পরিকল্পনাকারী মারজান। এছাড়াও, তার নামে মিঠাপুকুরে নাশকতার ১৪টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
উল্লেখ্য, এর আগে তিনি ঢাকার মোহাম্মদপুরে সাদা পোশাকধারী পুলিশের হাতে আটক হন বলে তার স্ত্রী সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন নিখোঁজ ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 7340455712793949725

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item