বেরোবিতে ছাত্রলীগের দু’গ্রুপের মাঝে উত্তেজনা

হাজী মারুফ রংপুর ব্যুরো প্রধান :
রংপুর বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগের শিশির ও হাদি গ্রুপের মাঝে সোমবারের সংঘর্ষের জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে উভয় গ্রুপের নেতাকর্মীরা প্রাকাশ্যে হাতে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। বাধা দিতে গিয়ে শিশির গ্রুপের হাতে লাঞ্ছিত হন বিশ্বি বিদ্যালয়ের প্রক্টর শাহিন রহমান শাহিন। দুই গ্রুপর মহড়ার কারণে ক্যাম্পাসে সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেককে ক্যাম্পাস ছেড়ে নিরপদ আশ্রয়ে চলে গেছে। সংঘর্ষের আশঙ্কায় বিশ্ব বিদ্যালয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রক্টর শাহিন রহমান শাহিন তাকে লাঞ্ছিত করার ঘটনা শিকার করে বলেন, দীর্ঘ দিন থেকে ছাত্রীগের হাদি ও শিশির গ্রুপের নেতা কর্মীদের মাঝে ছোট খাট সংঘর্ষের ঘটনা ঘটছে। গত সোমবার ক্যাম্পাসের বাহিরে মেয়ে নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। সংঘর্ষের ঘটনার প্রতিবাদে দুপুরে হাদি গ্রুপ ক্যাম্পাসে মিছিল সমাবেশ করে চলে গেলে ছাত্রীগের শিশির গ্রুপের নেতা কর্মীরা ছোড়া লাঠি নিয়ে ক্যাম্পাসে মহড়ার দিতে শুরু করে। তিনি বাধা দিলে শিশির গ্রুপের সহ-সভাপতি তাকে লাঞ্ছিত করে বলে জানান তিনি। এই ঘটনা তিনি ভিসি স্যারকে জানিয়েছেন বলে জানান।
বিশ্ব বিদ্যালয়ের ফাঁড়ির ইনচার্জ শফিক জানান, বর্তমানে ক্যাম্পাস পরিস্থিতি শান্ত বলে জানান তিনি।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8583370200625344986

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item