পাগলাপীর বন্দরের ডালিয়া সড়কে নির্মানের ৫ মাস না যেতেই ২০ লক্ষ টাকার ড্রেন এখন মাটি চাপা পড়ে আছে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে ডালিয়া বুড়িমারী সড়কে নির্মানের ৫ মাস যেতে না যেতেই ২০ লক্ষ টাকার ড্রেন এখন মাটির নিচে চাপা পড়ে অযতœ অবহেলায় পড়ে আছে। ফলে সামানো বৃষ্টি বাদলে পথচারী সহ বিভিন্ন যানবাহন গুলিকে সড়কের উপর পানির স্রোত ও কাদা পানির মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে।
ইতি পূর্বে এ সংক্রান্ত রিপোট স্থানীয় পত্র পত্রিকায় একাধিক প্রকাশিত হলেও প্রশাসনের টনকে না পড়ায় এনিয়ে পাগলাপীরের বিভিন্ন মহলে সরকার ও তার প্রশাসনের ভাব মূর্তি নিয়ে বিরাজ করছে চাপা ক্ষোভ এবং মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠছে। জানাগেছে চলতি বছরের ফেব্র“য়ারী মার্চ মাসে রংপুর সড়ক ও জনপদ বিভাগ কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের জন্য ২০ লক্ষ টাকা ব্যায়ে ডালিয়া বুড়িমারী সড়কের জিরো পয়েন্ট পাগলাপীর বন্দরের দক্ষিণ পাশে মের্সাস আলম ব্রাদাস এন্ড ভূইয়া বেকারীর সামন হইতে মেরী টকিজ পর্যন্ত ১৭শ ফিট একটি ড্রেন নির্মান করেন। ড্রেনের পশ্চিম অংশ (মেরী টকিজ পর্যন্ত) ইউ মডেল, বাকি পূর্ব অংশ স্লোপিং মডেলের ড্রেন নির্মান করেন। সেই সময় পাগলাপীরের বিভিন্ন মহলের পক্ষথেকে দাবী জানানো হয় নির্মাধিন ড্রেনটি জেন সম্পূর্ন ভাবে ইউ মডেল তৈরি করা হয়। কিন্ত সড়ক ও জনপথ বিভাগ রংপুর কর্তৃপক্ষ ও বাস্তবায়নকারী টিকাদারী প্রতিষ্ঠান এলাকাবাসীর দাবী উপেক্ষা করে অধেক ইউ মডেল, অধেক স্লোপিং মডেল ড্রেন নির্মান করা হয়। নির্মান করা ড্রেনের যে পর্যন্ত স্লোপিং করা হয়েছে তা এখন বর্ষাভরা মৌসুমে বৃষ্টিপাতের পানিতে সড়কের দুধারে ময়লা আর্বজনা ব্যবহত মাটি ড্রেনের উপর ভরাট হয়ে ড্রেনটি মাটি চাপা পড়ে আছে। ফলে সরকার ও তার প্রশাসন রংপুর সড়ক জনপথ বিভাগ কর্তৃপক্ষ স্থানীয় জনস্বার্থে পানি নিষ্কাশনের জন্য ২০ লক্ষ টাকা ব্যয়ে যে ড্রেন নির্মান করেছেন সেটি জনগনের ব্যবহারে কোন কাজে আসছে না। বরং ড্রেনটি মাটির নিচে চাপা পড়ে থাকায় একটু বৃষ্টিপাতে ড্রেনের বুকের উপর  দিয়ে হাটু পানি স্রোত বয়ে যায় এবং কাদাপানি একাকারে ভুক্তভোগী পথচারী সহ বিভিন্ন যানবাহন চলাচলে দুভোগের স্বিকার হচ্ছেন। স্বরজমিনে পাগলাপীর বন্দরের ডালিয়া সড়কের চায়ের দোকানি শিমুল, মোক্তার এলাহী ও ছাত্রলীগ নেতা রুহুল আমীন সহ বিভিন্ন মহল যানান ২০ লক্ষ টাকা ব্যায়ে ড্রেনটি নির্মান করা হলেও জনগনের পানি নিষ্কাশনের কোন কাজে আসছে না। বরং ড্রেনটি স্লোপিং মড়েলের নির্মান করায় সড়টিতে প্রত্যহ ছোট বড় দূর্ঘটা অহরহ ঘটছে। যে কোন মুহুতে ড্রেনের উপরদিয়ে বাস কোচ অটো সিএনজি ক্রোসিং করে নেওয়ার সময় উল্টে বড় ধরনের দূর্ঘটনায় প্রাণ হানী ঘটতে পারে বলে আশাংঙ্কা করছেন। তাই পাগলাপীরে বিভিন্ন মহল দূর্ঘটনা প্রতিরোধে ও পানি নিষ্কাশনের জন্য ডালিয়া বুড়িমারী পাগলাপীর সড়কের ডান পাশে স্লোপিং মডেলের স্থানে ইউ মডেল ড্রেন নির্মানের জন্য প্রশাসনের বিভিন্ন মহলে দাবী জানিয়েছেন।

পুরোনো সংবাদ

রংপুর 8174178406901292507

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item