পাগলাপীরে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের বন্যা দূর্গত তিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউর রহমান । তিনি সোমবার দুপুর ১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ইউনিয়নের পান বাজার এলাকার উঢ়িয়া বাইলসারপার,পাঁচপাড়া, রতিরামপুর শিবের বাজারের পশ্চিম হিন্দুপাড়া ও বধুরটারী  ৪ গ্রাম পরিদর্শন করলেন । এসময় তার সঙ্গে অত্র ইউপি চেয়ারম্যান মো: ইকবাল হোসেন সহ সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন ।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বন্যাদূর্গত মানুষের খোজখবর নেন এবং তিগ্রস্থ মানুষের জন্য তিনি সরকারের প থেকে ৩৩৩ কেজি চাল বরাদ্দ করেন । বরাদ্দকৃত চালগুলো আজকালের মধ্যে বন্যাদূর্গত মানুষের মাঝে বিতরন করা হবে। এদিকে বন্যায় তিগ্রস্থ ইউনিয়নের হরকলি ক্যানেলের পাড়, বরন্তর ,হাজরার ঝাড় ও ঠাকুরপাড়া ৪গ্রামের উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করতে না যাওয়ায় এ নিয়ে বন্যায় তিগ্রস্থ  বাকি ৪গ্রামবাসীর মাঝে বিরাজ করছে অব্যাহত চাপাােভ। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো: ইকবাল হোসেন প্রতিনিধিকে জানান পরিদর্শনের দিন রাস্তাঘাটগুলিতে কোথাও কোথাও পানি থাকায় যোগাযোগ খারাপ হওয়ায় ওই ৪ গ্রামে পরিদর্শনে যাওয়া সম্ভব হয়নি । অপর দিকে সরকারী দল আওয়ামীলীগ রংপুর সদর উপজেলা কমিটির পথেকে বণ্যা দূর্গত তিগ্রস্ত এলাকায় পরিদর্শন ও সাহায্যের কোন উদ্দ্যেগ গ্রহন না করায় এ নিয়ে পাগলাপীরের রাজনৈতিক বিশ্লেষক মহলে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠছে।

পুরোনো সংবাদ

রংপুর 4367261819163741804

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item