পাগলাপীরে আবাসিক এলাকায় বিড়ি সিগারেট জর্দ্দা গুল ফ্যাক্টরী। জনস্বাস্থ্য হুমকির মুখে

 হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি,রংপুরঃবিধি নিষেধ উপো করে রংপুরের পাগলাপীরে বিভিন্ন আবাসিক পাড়া মহল্লায় ব্যাঙের ছাতার মত বিড়ি সিগারেট জর্দ্দা গুল ফ্যাক্টরী ও গোডাউন বাড়ি গড়ে ওঠায় মানুষজনের বসবাস দিন দিন হুমকির সম্মুখীন হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠছে। জানা গেছে পাগলাপীর অঞ্চলের বিভিন্ন গ্রাম পাড়া মহল্লায় এক শ্রেনীর প্রভাবশালী কোটিপতিরা দালাল ফড়িয়াদের মাধ্যমে অসহায় মানুষের কাছে পানির দামে জমি ক্রয় করে সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে গড়ে তুলেছেন বিড়ি সিগারেট জর্দ্দা গুল ফ্যাক্টরীর গোডাউন বাড়ি। অভিযোগ উঠছে এইসব গোডাউন বাড়ির আঙ্গীনায় খোলা আকাশের নিচে তামাকের পাতা ডাটা  রোদ্রে শুকানো ভাঙ্গানো ও নেটিংয়ের ধুলোবালি মানুষের ঘর বাড়িতে উড়ে পড়ছে ফলে এক দিকে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়ছে অন্যদিকে আবাসিক পাড়া মহল্লাগুলোতে বসবাসরত মানুষজন যা ক্যান্সার হাপানি সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছে।
অঞ্চলবাসীরা জানান গত ১ যুগে শিশু থেকে বিভিন্ন বয়সের প্রায় ৫০ হাজার মানুষ যা ক্যান্সার হাপানি রোগে আক্রান্ত হয়ে ভুগছেন। এদের মধ্যে গত ১০ বছরে বিভিন্ন বয়সের শতাধিক মানুষ এসব রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। তাই পাগলাপীর অঞ্চলের বিভিন্ন মহলের জোড়ালো দাবি আবাসিক পাড়া মহল্লায় মানুষজন স্বাধীনভাবে সুন্দর পরিবেশে বসবাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপরে দৃষ্ট কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 2595354863506882900

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item