বুড়িরহাট স্কুল মার্কেটের দোকানঘর ভাংচুড়-লুট ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে পৃথক মামলা

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :

রংপুর নগরীর বুড়িরহাট দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় মার্কেটের দোকান ঘর ভাংচুড়, ২০লক্ষাধিক টাকার মালামাল লুটপাট ছাড়াও সিটি কর্পোরেশনের নোটিশ দেয়ার ঘটনায় স্থানীয় ব্যবসায়ি, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটি মেয়রসহ প্রতিপক্ষের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করার খবর পাওয়া গেছে।
জানা গেছে, রংপুর নগরীর কোবারু মৌজার ৩০৩৫নং দাগের জমি বিগত ১৯৩৪সালে বুড়িরহাট দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের দানপত্র করে দেয়।
বিদ্যালয়ের নিজস্ব সম্পতি হওয়ার বিদ্যালয়ের নামে এসএ খতিয়ান প্রস্তুত হয়। কোবারু মৌজার জে,এল,নং-৪২, সিএসখতিয়ান নং-৬১১, এসএ খতিয়ান নং- ৬৮৩, সাবেক দাগ নং-৩০৩৫, ৪৫শতক জমির মধ্যে স্কুলের উন্নয়নের জন্য উল্লেখিত জায়গায় দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেয়া হয়েছিল। দোকানঘর গুলো সংস্কার করার প্রয়োজনীয়তা দেখা দেয়ায় স্কুল এসএমসি’র কমিটি দোকানঘরগুলো সংস্কার কাজ শুরু করে।২/১টি দোকান সংস্কার ছাড়া বাকিগুলোর কাজ শেষে পূর্বের ভাড়াটিয়া দোকানদারসহ বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দেয়া হয়। পরে বাদ পড়া ২টি দোকানের সংস্কার কাজ শুরু করলে বাঁধ সাধে কোবারু কলেজপাড়া এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে স্থানীয় ব্যবসায়ি হাফিজুর রহমান (৫৫), চব্বিশ হাজারী এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে আনোয়ারুল কাদের (৫০), কোবারু এলাকার মজিবর রহমানের ছেলে আবু হাসান চঞ্চল (৪৫), বাহাদুর সিংহ এলাকার এন্দাজ আলীর ছেলে সাজু মিয়ার। তারা একত্রিত হয়ে বিদ্যালয়ের দোকানঘর গুলো সরায় দিয়ে স্কুলের জায়গাটি দখলে নিতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালায়। প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও তা ভেস্তে যায়। স্বার্থ হাসিল করতে না পারায় রমজান মাসে স্কুল বন্ধের সুবাদে সাজু মিয়ার নেতৃত্বে ৮/৯ জনের ভাড়া করা একটি সংঘবদ্ধ চক্র গত ১৩জুলাই সকাল ১০টারদিকে  বিদ্যালয়ের দোকানঘর ভাঙার জন্য সরঞ্জামাদি দ্বারা ভেঙে ফেলার কাজ শুরু করে। খবর পেয়ে বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবার রহমান ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ি হাফিজুর রহমান (৫৫), সাজু মিয়াসহ অজ্ঞাত লোকজন দোকানঘর ভাংচুড় এবং হাফিজুর রহমান, আবু হাসান চঞ্চল দেয়ালের ইট, রড, টিন ও লোহার এ্যাঙ্গেল খুলে মালামাল ভ্যানযোগে নিয়ে যায়। এসময় এসএমসি’র সদস্যরা বাঁধা দিলে উত্তেজিত হয়ে ওঠে। এসময় আত্ম রক্ষায় এসএমসি’র সদস্য সহ প্রত্যক্ষদর্শীরা নিরব থাকে। ভাংচুড় ও লুটপাটের ঘটনায় ২০লাখ টাকার মালামাল অন্যত্র নিয়ে যায়।  এব্যাপারে কোতয়ালী থানায় অভিযোগ দেয়া হলে মামলা না হওয়ায় শেষে গত ২১জুলাই কোবারু কলেজপাড়া এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৫৫), চব্বিশ হাজারী এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে আনোয়ারুল কাদের (৫০), কোবারু এলাকার মজিবর রহমানের ছেলে আবু হাসান চঞ্চল (৪৫), বাহাদুর সিংহ এলাকার এন্দাজ আলীর ছেলে সাজু মিয়াকে আসামী করে রংপুর কোতয়ালী আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।
এদিকে, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান স্বাক্ষরিত গত ২৫মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবার রহমান বরাবর প্রেরিত রং-সিটি-কর্পোঃ/সার্ভে/২০১৫ নম্বর স্মারকপত্রকে বে-আইনী, বেদাড়া, ভুয়া, অকার্যকরী ও এখতিয়ার বিহীন মর্মে ঘোষনামূলক ডিক্রির দাবিতে গত ১৩জুলাই রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান, সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, কোবারু কলেজপাড়া এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে বুড়িরহাট দোকান মালিক সমিতির সভাপতি হাফিজুর রহমানের (৫৫), বিরুদ্ধে স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ বাদি হয়ে রংপুরের সদর সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যার অন্য-১৫৬/১৫।
উল্লেখ্য বিগত ২০০৩ সালে স্কুলের প্রধান শিক্ষক বীরেন চন্দ্র মহন্ত ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ বাদি হয়ে বিগত রংপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে রংপুরের সদর সিনিয়র সহকারী জজ আদালতে ডিগ্রি দাবির একটি মামলা দায়ের করেন। যার অন্য নং-১৫/২০১৫।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবার রহমান বলেন, বিদ্যালয়ের জমির উপর দোকানঘর নির্মাণ করা হয়েছে। দোকানের ভাড়ার টাকা উন্নয়ন কাজে ব্যবহৃত হয়। কিন্তু স্বার্থনেশ্বী মহল ওই জায়গা দখলের ষড়যন্ত্র করছে। এজন্য স্কুলের সম্পদ রক্ষায় প্রয়োজন জনসাধারণের ঐক্য। আইনী ব্যবস্থা নিয়েছি। 
এব্যাপারে মামলার নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খান মোবাইল ফোনে বলেন, মামলার জবাব দেয়ার জন্য প্রস্তুতি রয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 1767555686221747041

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item