রংপুরে বিভিন্ন দাবিতে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের সমাবেশ ও মানববন্ধন

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :
প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অতীতের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের স্বয়ক্রিয়ভাবে জাতীয় বেতন স্কেলে অন্তভুক্তি, যোগ্যতার শর্ত পূরণকারী শিক কর্মচারীদের এমপিওভুক্তি, শিক্ষানীতি ২০১০ পূর্ণ বাস্তবায়ন, শিানীতি অনুসারে শিক্ষাক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার অবসান, শিায় অর্থায়নের উৎস ও ত্রে সম্প্রসারণ, বিশ্বমানের শিার জন্য শিাখাতে বরাদ্দ বৃদ্ধি, শিক সংক্রান্ত ইউনেস্কো-আইএলও সুপারিমালা বাস্তবায়ন, শিা জীবন শেষে শিার্থীদের কর্মসংস্থান, শিকদের যথোপযুক্ত প্রশিক্ষন দিয়েই পাঠ্যক্রম ও পরীক্ষা ব্যবস্থায় পরির্বতন আনয়ন, দলীয় হস্তপে মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনার জন্য শিক অভিভাবকদের মতায়নের সমর্থনে গতকাল জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট রংপুর জেলা শাখা রংপুর প্রেসকাব চত্তরে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন সংহতি জ্ঞাপন কর্মসূচী পালন করেছে।
মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাকশিস রংপুর জেলা শাখার সভাপতি ও  জাতীয় শিক কর্মচারী ফ্রন্ট রংপুর জেলা শাখা আহবায়ক মাওলানা কেরামত আলী কলেজের অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনন্দলোক মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন, বাকশিস রংপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক মতলুবার রহমান, জেলা সদস্য বারেক আলী, নুরই আলম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মোঃ আহসান হাবিব রবু।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6093039680771213486

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item