২ সন্তানের জনক জননীর মোবাইলে অনৈতিক দৃশ্য ফাঁস- তোলপাড়

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরে হিন্দু পল্লীতে এক সিএনজি চালক উজ্জ্বল মহন্ত নামে দু’সন্তানের জনক পরকিয়ার টানে অসহায় দরিদ্র দিন মজুরের স্ত্রী দুলালী রায় মিলে অনৈতিক দৃশ্য ভিডিও মোবাইলে ধারন করে বলিউড হলিউড এর হিরো হিরোইন হওয়ার ঘটনা ফাঁস হয়েছে।
চাঞ্চল্যকার এ ঘটনাটি ঘটেছে পাগলাপীরের অদুরে একই উপজেলার খলেয়া ইউনিয়নের হরকলি ঠাকুরপাড়া গ্রামে। এ ঘটনা কেন্দ্র করে সপ্তাহ ধরে গ্রামে কিশোর কিশোরী তরুণ তরুনী আবাল বৃদ্ধ বনিতা সহ বিভিন্ন শ্রেনীর মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, খলেয়া ইউনিয়নের হিন্দু পল্লী হরকলি ঠাকুরপাড়া গ্রামের অবিনাসের পুত্র সিএনজি চালক ২ সন্তানের জনক উজ্জ্বল চন্দ্র মহন্ত ও একই গ্রামের অসহায় দরিদ্র দিনমজুর পশুরাম চন্দ্র রায়ের স্ত্রী ২ সন্তানের জননী দুলালী রাণী রায়। দু’জনে গ্রাম্য সম্পর্কে দেবর বৌদি হওয়ার সুবাদে উজ্জ্বল দুলালীর বাড়িতে প্রায় যাতায়াত করে। এক পর্যায়ে দরিদ্র স্বামী পশুরামের শারিরিক দুর্বলতা ও অভাব অনটনের সুযোগ নিয়ে উজ্জ্বল দুলালীর মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং উভয়ে প্রায় সময় অসময় যেখানে সেখানে অনৈতিক সম্পর্কে আবদ্ধ হত। এ অবস্থায় উভয়ের মধ্যে চলতে থাকার এক পর্যায়ে উজ্জ্বল কৌশলে দুলালীর সঙ্গে অনৈতিক দৃশ্য তার ভিডিও মোবাইলে ধারন করলে ঘটনাটি ফাঁস হয় গত ১লা আগষ্টে। ফলে এ নিয়ে হিন্দু পল্লী হরকলি ঠাকুরপাড়া গ্রামের জনমনে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। অবশেষে ঘটনা ফাঁস হওয়ার পরদিন ২রা আগষ্ট সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুর ইসলামের সভাপতিত্বে গ্রামের উভয় পরে দেওয়ানী অভিভাবকদের উপস্থিতিতে শালিশ বৈঠক বসে। পরে বৈঠকটি গ্রামের টাউট বাটপার দেওয়ানীদের উস্কানিতে স্থগিত হয়। এর পর চলতে থাকে টাউট বাটপার চাউলাতি দেওয়ানীরা মিমাংশার নাম করে দর কষাকষি করে এতে করে দুলালীর স্বামী হতদরিদ্র পশুরাম প্তি হয়ে স্ত্রী দুলালীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। দুলালী কোন কুল কিনারা না খুজে না পেয়ে মঙ্গলবার উজ্জ্বলের বাড়িতে অবস্থান করলে বাড়ির লোকজন তাকে মারপিট করে। বর্তমানে পরকীয়া প্রেমিক প্লেবয় হিরো (?)সিএনজি চালক উজ্জ্বল চন্দ্র মহন্ত পলাতক থাকলেও প্রেমিকা প্লেবয় হিরোইন(?) দুলালী স্বামীর বাড়িতে অবস্থান করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 5782887879872056750

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item