রংপুরে কোরবানী ও চামড়া বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

হাজী মারুফ রংপুর ব্যুরো প্রধান :
 বাংলাদেশ ট্যাার্নাস এসোসিয়েশন,বাংলাদেশ ইকোনমিক গ্রোথ প্রোগ্রাম প্রকল্প,বানিজ্য মন্ত্রালয় ও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল,বানিজ্যিক মন্ত্রালয় এর অয়োজনে চামড়া শিল্পের আধুনিকায়নে উন্নতমানের চামড়া উৎপাদন করে বিদেশী ক্রেতাদের দৃষ্টি আকর্ষনের লক্ষে গতকাল মঙ্গলবার রংপুর পুলিশ কমিউনিটি হল রুমে  কোরবানী ও লেস কাট হ্রাসসহ কাচা চামড়ার সঠিক সংরক্ষন বিষয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ট্যাার্নাস এসোসিয়েশন,বানিজ্য মন্ত্রালয় এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে রংপুরে বিভিন্ন মসজিদ,মাদ্রাসা,কসাই ,মাংস ব্যাবসায়ী ও চামড়া ব্যাবসায়ী সহ প্রায় একশত জনকে প্রশিক্ষন দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা চামড়া ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল লতীফ খান,তিনি বলেন চামড়া একটি মুল্যবান জাতীয় সম্পদ,বিশ্ব বাজারে চামড়া ও চামড়া জাত  পন্যের চাহিদা প্রচুর,তাই  লেস কাট হ্রাসসহ কাচা চামড়ার সঠিক সংরক্ষন করতে হবে। কর্মশালায় সভাপতি তার বক্তব্যে বলেন চামড়া প্রক্রিৃয়াজাত করনের প্রাথমিক পর্যায়ে সামান্য কিছু অসাবধানতার কারনে  একটি মুল্যবান চমড়া স¤পূর্ণভাবে বাজার মুল্য হারায়। বর্তমানে চামড়া শিল্প দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মৃদ্রা অর্জনকারী কৃষিভিত্তিক শতভাগ রপ্তানীমূখী শিল্প। মান স¤পূর্ণ চামড়া ও চামড়া জাত পন্য রপ্তানী ক্ষে্েত্র বাংলাদেশ প্রথম অবস্থানে চলে আসতে পারে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী প্রভাষক  নুৃর মোহাম্মাদ, লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল,বানিজ্যিক মন্ত্রালয় এর প্রগ্রাম সহকারী লিটন চন্দ্র রায়, রংপুর জেলা চামড়া ব্যাবসায়ী মালিক সমিতির সাধানর সম্পাদক আলহাজ আজগার আলী । আলোচনা শেষে  এ বিষয়ে ভিডিও প্রদর্শনী দেখানো হয়।

পুরোনো সংবাদ

রংপুর 2840051699580400762

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item