নীলফামারীতে ৪০ বছরেও পূর্ণ নির্মান হয়নি একটি ব্রীজ মানুষের যাতায়াতে সীমাহীন দূর্ভোগ

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি 

নীলফামারীর জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ক্যামেরার বাজার হতে মেলাবর টটুয়াপাড়া যাওয়ার সড়কের বুল্লাই নদীর উপর ৪০ বছর আগে নির্মিত ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় পূর্ণ নির্মান ও মেরামতের উদ্যোগ গ্রহন না করায় ঐ সড়কে ব্রীজটির উপর দিয়ে ঝুকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় ও মেরামত না করায় বড়ভিটা ইউপির ক্যামেরার বাজার, মেলাবর টটুয়াপাড়া কৈমারীর প্রায় ২৫টি গ্রামের জন সাধারণ ব্রীজটির উপর দিয়ে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ৪০ বছর আগে ক্যামেরার মেলাবর সড়কের বুল্লাই নদীর উপর একটি ব্রীজ নির্মান করা হয়। সেই ব্রীজটি গত কয়েক বছর আগে ভেঙ্গে যায়। ব্রীজটি ভেঙ্গে যাওয়ার করনে প্রতিদিন বড় ধরনের দুর্ঘটনা ঘটছে ও ঝুকি নিয়ে চলাচল করছে যানবাহন ও জনগণ। এলাকাবাসী সাগর (৭০) জানায় প্রায় ১ বছর আগে ব্রীজটি ভাঙ্গার পর আমরা নিরাপত্তা হীনতার মধ্যে দিয়ে ব্রীজটির উপর দিয়ে চলাচল করছি। চলাচলকারী মেলাবরের হাসান (৩৫) জানান এলাকার ক্যামেরার বাজার, মেলাবর, কৈমারী, টটুয়াপাড়া, রথের বাজারসহ প্রায় ২৫টি গ্রামের ৩৫ হাজার মানুষের বড়ভিটা রংপুর, নীলফামারী যাওয়ার একমাত্র সড়কের এই ভাঙ্গা ব্রীজটি মেরামত ও পূর্ণনির্মান না করায় আমাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী বাদশা বলেন, সরকার আসে সরকার যায় নির্বাচন আসলে সবাই প্রতিশ্র“তি দেয় কিন্তু ব্রীজটি মেরামত ও পূর্ণনির্মান এর দিকে কেউ তাকায় না তাই এলাকাবাসীর প্রানের দাবী ব্রীজটি মেরামত ও পূর্ণনির্মান করা হোক। এ ব্যাপারে স্থানীয় বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান এই প্রতিবেদককে বলেন, ব্রীজটি পুর্ননির্মানের জন্য অনেক অর্থের প্রয়োজন। যা ইউপির বাজেট থেকে দেওয়া সম্ভব নয়। আমি ব্রীজটি নির্মানসহ রাস্তাটি পাকা করনের উদ্ধর্তন কর্তৃপক্ষ ও স্থানীয় এমপি অধ্যাপক গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করেছি।

পুরোনো সংবাদ

নীলফামারী 6577273600520174378

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item