জলঢাকা ছাত্রলীগের সভাপতি বহিস্কার কমিটি বিলুপ্ত

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ
দায়িত্ব পালনে অবহেলা ও সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করে সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ জলঢাকা পৌর শাখার সভাপতি আহসান হাবিব শাহেদকে বহিস্কার  সহ বর্তমান পৌর কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জলঢাকা পৌর শাখা ছাত্রলীগের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। বুধবার সন্ধ্যায় নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক ও সাধারন সম্পাদক সোহেল রানা স্বারিত এক প্রেস আদেশে জানা যায়।
এই বহিস্কার সহ পৌর কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে  নীলফামরী জেলা
ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক  জানান, বুধবার বিকালে জেলা ছাত্রলীগের কার্যালয়ে এক জরুরী সভায় সংগঠনের গঠনতন্ত্রের ১৭ (ক, খ,গ)ধারা মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দশনা অনুযায়ী এ আদেশ দেয়া হয়। শীঘ্রই জলঢাকা পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হবে। উল্লেখ্য যে, জলঢাকা পৌর ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব শাহেদ ৩ মাস আগে র‌্যাব ১৩”র হাতে গাজাঁসহ ধরা পরে দেড় মাস জেল খাটার পর জামিনে মুক্তি পায় । এর পর ২৭ জুলাই ভোরে চোরাই মালামাল বেচাকেনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে আটক হয়ে বর্তমানে জেলা কারাগারে বন্দী রয়েছেন। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি নলিনী বিশ্বাস জয়ের সাথে কথা হলে তিনি জানান,ঘটনাটি সত্য। পৌর কমিটির সভাপতিসহ কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8146129337880295245

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item