জলঢাকায় দৃর্বৃত্ত্বের গুলিতে আহত স্কুল শিক্ষক মাধব চন্দ্র রায় অবশেষে মারা গেলেন

আবু ফাত্তাহ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃদৃর্বৃত্ত্বের ছোড়া গুলি বিদ্ধ হয়ে ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর অবশেষে পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে  গেলেন নীলফামারীর জলঢাকার গোলমুন্ডা দ্বিমুখি উচ্চবিদ্যালয়ের সহকারি বিএসসি শিক্ষক মাধবচন্দ্র রায় (৫০)। শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন। বিষয়টি নিশ্চিত করেন গোলমুন্ডা দ্বিমুখি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ও শিক্ষকের পরিবার।
 গত ৯ আগষ্ট রবিবার  সকালে মাধব চন্দ্র রায় জলঢাকা শহরের কালিবাড়ি মহল্লার বাড়ি থেকে একটি অটোতে স্কুল যাচ্ছিলেন। 
এ সময় একই অটোতে জলঢাকায় অপর  অপরিচিত ৪ যুবক যাত্রী হিসাবে উঠেছিল। অটোটি যখন গোলমুন্ডার মমিনুরের ডাঙ্গা নামক স্থানে এসে পৌচ্ছে ঠিক তখন অটোতে বসে থাকা ওই চার যুবকের মধ্যে এক যুবক অটো থামিয়ে   পিস্তল বের করে  মাধবচন্দ্র রায়ের  পেটে পরপর দুটি গুলি করে এবং মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছিল। এ ঘটনার পর দুস্কৃতিকারীরা ঘটনাস্থলে অপেক্ষমান দুই মটরসাইকেলে উঠে ডালিয়া সড়ক ধরে পালিয়ে যায়।  গুরুত্ব আহত অবস্থায় ওই শিক্ষককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ ঘটনার প্রতিবাদে গত ১১ আগষ্ট জলঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুল কলেজ বন্ধ রেখে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্ট্রান্তমূলক শাস্তি দাবি করেছি। কিন্তু পুলিশ এ পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি।
জলঢাকা থানার ওসি দিলওয়ার হাসান ইমান জানান শিক্ষক মাধব চন্দ্র রায়ের মৃত্যুর খবর জেনেছি।

পুরোনো সংবাদ

নীলফামারী 7992468592253367143

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item