জলঢাকায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধিঃ
শিশুকাল থেকে গনতন্ত্রের চর্চা, গনতান্ত্রিক  মুল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল, শিক মন্ডলীকে সহায়তা, ঝড়েপড়া রোধ, অভিভাবক সম্পৃক্ততা, ক্রিড়া, সংস্কৃতি ও সহশিা কার্যক্রমে শিার্থীদের অংশ গ্রহন নিশ্চিত করার উদ্দেশ্যে নীলফামারীর জলঢাকায় সারা দেশের ন্যায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট গঠন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর  ১টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে উপজেলার নির্বাচিত ৩টি শিা প্রতিষ্ঠানে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কাজিরহাট পন্থাপাড়া আলিম মাদ্রাসা ও বগুলাগাড়ী দেলওয়ার হোসেন চৌধুরী দারুল উলুম দাখিল মাদ্রাসা।
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত প্রতিটি স্কুলে ৮জন করে ছাত্র/ছাত্রী স্টুডেন্ট কেবিনেট সদস্য নির্বাচিত হয়। নির্বাচিতরা হলেন, জলঢাকা মডেল স্কুলে মুরাদুল ইসলাম, øেহাশীশ রায়, হিমুল ইসলাম, সুরুজ চন্দ্র, ফরিয়াদ, আল-আমিন, আল্পনা রায়, ফাইম ইসলাম, পন্থাপাড়া আলিম মাদ্রাসায়, বিপ্লব, রোকসানা, আল-আমিন ১, ইতি মনি, রোজিনা, মশিউর, আশরাফ, ওয়াকিজ্জামান। নির্বাচন সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিা অফিসার আশরাফুজ্জামান বলেন, শিার্থীদের মধ্যে গণতান্ত্রিক মুল্যবোধ ও স্কুল মুখি করার জন্য এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5736864010338968704

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item