জলঢাকায় শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মর্তুজা, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফমারীর জলঢাকায় গোলমুন্ডা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র  শিক্ষক মাধব চন্দ্র রায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে এলাকাবাসি। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রিয় শিক্ষকের উপর নৃশংস হামলার প্রতিবাদ জানাতে হাজার হাজার এলাকাবাসিসহ ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছ্ত্রা ছাত্রী অংশ গ্রহণ করে। এক কিলোমিটার ব্যাপি এই মানববন্ধন ও প্রতিবাদ সভায়  সভাপতিত্ব করেন-গোলমুন্ডা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আব্দুল মান্নান। এ সময় আরও বক্তব্য রাখেন-উপজেলা কৃষকলীগের সভাপতি ও ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান, গোলমুন্ডা ফাযিল মাদরাসার অধ্যক্ষ ফয়জুল ইসলাম,  জলঢাকা রাবেয়া চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ওই ইউনিয়নের উপ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম, চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ও আতাউর রহমান রুবেল প্রমূখ।
অবিলম্বে শিক্ষক মাধব স্যারকে গুলি করে হত্যার চেষ্টাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। অপরদিকে, শিক্ষক মাধব চন্দ্র রায়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী বৃন্দের আয়োজনে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে শিক্ষক সমাজ। মঙ্গলবার সকাল ১১টায় বিন্যাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে, মানববন্ধনে একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন-পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনছার আলী মিন্টু, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ  এ কে আজাদ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- জলঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হক,জেলা জাসদের সভাপতি অধ্যাপক আজিজুল হক, রাবেয়া চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিবেকানন্দ মোহন্ত, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি, সহকারী শিক্ষক নির্মলেন্দু রায়,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে-অর্নিবান প্রাথমিক বিদ্যালয়ো প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য গত ৯ আগষ্ঠ উপজেলা শহর নিজ বাড়ী থেকে স্কুলে যাওয়ার পথে গোলমুন্ড ইউনিয়নের মমিনুরের ডাংগা নামক স্থানে চারজন সন্ত্রাসী দুইটি মোটর সাইকেল যোগে এসে তার ভটভটির গতি রোধ করে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8656656106387178115

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item