ডোমারে নবাগত ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
আবারো বই খাতা হাতে নিয়ে স্কুলে যাওয়ার স্বপ্ন সত্যি হলো জান্নাতের ।  ডোমার উপজেলার ৪নং জোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব জোড়াবাড়ী নাউয়ার হাটখোলা গ্রামের মজিবুল ইসলাম বাচ্চাউ কন্যা বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী জান্নাতুন ফেরদৌস (১২) স্বপ্ন হৃদয়ে লালন করতো লেখা পড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে। দেশ ও জাতীর কল্যানে উৎস্বর্গ করবে নিজেকে।  কিন্তু কিশোরীর বয়স না পেরোতেই বিয়ের দিন তারিখ ঠিকঠাক, কনে বেশে বসবে বিয়ের পিরিতে রেজিষ্ট্রি হবে ৯ আগষ্ট বিকালে। উক্ত ইউনিয়নের বেতগাড়া  গ্রামের রশিদুলের পুত্রের সাথে।
৮আগষ্ট সকালে এলাকার সচেতন ব্যক্তি সংবাদ দেয় ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির অর্গানাই(লিগ্যাল এইড)কাজুলী আক্তারকে। তিনি তাৎক্ষনিক ভাবে সাংবাদিক আনিছুর রহমান মানিককে সাথে নিয়ে জান্নাতের বাড়ীতে গিয়ে দেখে ডেকোরেশনের কাজ চলছে। তাদের দেখে জান্নআতের মা বিষয়টি অস্বীকার করে এবং অন্যভাবে বোঝানোর চেষ্টা করে। তাদের আচরণে বেকে বসে সাংবাদিক ও ব্র্যাক কর্মী। বিয়ে বন্ধের চেষ্টায় ব্যার্থ হয়ে  নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সাবিহা সুলতানাকে জানালে, তিনি  সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও চেয়ারম্যান মনোয়ার হোসেনকে বিয়ে বন্ধের নির্দেশ দেন এবং তারা গ্রাম পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও ব্র্যাক মানবাধিকার কর্মীর সহায়তায় বাল্য বিয়ে বন্ধ হওয়ায় নতুন করে স্কুুল জীবন ফিরে পাওয়ায় অত্যান্ত খুশি জান্নাত। এতে করে কর্তৃপকে  সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। 

পুরোনো সংবাদ

নীলফামারী 5122168112685952792

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item