ডোমারে জুয়া খেলায় বাঁধা দেয়ায় স্ত্রীকে নির্যাতন আইনজীবী সমিতির সহযোগিতায় রহিমার এখন স্বামীর সংসারে

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ >>
নীলফামারী ডোমারে স্বামীকে জুয়া খেলায় বাঁধা দেয়ায় স্ত্রীকে শারিরিক নির্যাতন করেছে পাশন্ড স্বামী। অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা মোলানী পাড়া গ্রামের কছিমদ্দিন ধৌলুর কন্যা রহিমা বেগমের সাথে বোড়াগাড়ী ইউনিয়নের নুথু পাড়া গ্রামের লুৎফর রহমানের পুত্র আব্দুর রশিদের সাথে ১৫ বছর পূর্বে বিবাহ হয়।  ৪ সন্তানের জননী রহিমার ১ বছর সংসার জীবন না পেরতেই শুরু হয় যৌতুকের টাকার জন্য শারিরিক ও মানুষিক নির্যাতন। অপরদিকে তার স্বামী আব্দুর রশিদ জমিতে কাজ করা কথা বলে জুয়ার আসরে বসে। বেশ কয়েকদিন বাঁধা নিষেধ করেও কাজ হচ্ছেনা।
১৩ জুলাই জমিেেত খাবার নিয়ে হাজির হলে দেখে আবারো জুয়া খেলতে বসেছে। এনিয়ে রহিমার সাথে বাকবির্তকের সৃষ্টি হয়। পরে রশিদ বাড়ীতে এসে রহিমাকে লাঠি দিয়ে বেধর মার পিট করে এতে করে রহিমা অজ্ঞান হয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ৫দিন পর রহিমাকে তার বাবা নিয়ে যায়। এবং সন্তানদের তারা আটকে রাখে বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে রহিমা বাবা বাদী হয়ে ১৩ জুলাই বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বোড়াগাড়ী ইউনিয়ন সলিসিটর শারমিন সুলতানা শাপলার কাছে অভিযোগ নং ৬৫/১৫ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ২বার তাদের নোটিশ দ্বারা তলব করলে উভয় পরে শুনানী শেষে ২আগষ্ট উভয় পরে শুনানী শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে তারা তাদের ভূল বুঝতে পেরে নির্যাতন করবেনা মর্মে আপোষ মিমাংসায় স্বার দিয়ে সাীগণের মোকাবেলায় রহিমাকে তার স্বামীর সংসারে ফিরে নিয়ে যায়। আইনজীবী সমিতির সহযোগিতায় রহিমা  আজ নতুন করে সংসার জীবন ফিরে পেলো। আইন সহায়তা কেন্দ্রের এ ধরণের উদ্দ্যোগ এলাকায় উজ্জল দৃষ্টান্ত স্থাপন করবে বলে এলাকাবাসী জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 4509494303246111001

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item