ডোমারে ইউএনও’র হস্তক্ষেপে একই দিনে দুইটি বাল্য বিয়ে বন্ধ

আনিছুর রহমান মানিক, নীলফামারী প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে নবাগত ইউএনও’র হস্তক্ষেপে একই দিনে দুইটি বাল্য বিয়ে বন্ধ করেছে। উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ী ৪নং ওয়ার্ড দফির মোড় এলাকার গরু ব্যাবসায়ী বাহাদুরের কন্যা আমবাড়ী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সুমনা আক্তার(১৪)’র ২৩আগষ্ট বিয়ের কথা ছিল।
অপর দিকে সদর ইউনিয়নের ছোট রাউতা ১নং ওয়ার্ডের তুহিন স্কুল পাড়ার শুশিল কর্মকারের কন্যা ৭ম শ্রেনীর ছাত্রী উষা কর্মকারের  সাথে ডিমলা ঠাকুরগঞ্জ এলাকার মৃত লননী রায়ের পুত্র ফনি ভুষনের ১৮ আগষ্ট বিয়ের কথা থাকলেও এলাকার সচেতন ব্যাক্তি বাল্য বিয়ের আইনি জটিলতার বিষয়টি তাদের জানালেও বিয়ে বন্ধের চেষ্টায় ব্যার্থ হয়ে  নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সাবিহা সুলতানাকে জানালে, তিনি তাৎক্ষনিক ভাবে গোমনাতী ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী ও সংশ্লি¬ষ্ট ইউপি সদস্য শফিকুল ইসলামকে এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম হাফি সদস্য মোমিনুর ইসলামকে বিয়ে বন্ধের নির্দেশ দেয়। তারা নিজেই গ্রাম পুলিশদের সাথে নিয়ে অভিভাবকদের বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় বাল্য বিয়ে বন্ধ হওয়ায় নতুন করে স্কুুল জীবন ফিরে পাওয়ায় অত্যান্ত খুশি সুমনা ও উষা। এতে করে কর্তৃপক্ষকে  সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8622977339754322400

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item