ডোমার মির্জাগঞ্জে চোরাইকৃত গরুর চামরা উদ্ধার ইউপি সদস্য গণধোলাইর শিকার

আািনছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে চোরাইকৃত গরুর চামরা উদ্ধার” ইউপি সদস্য গণধোলাইর শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ এলাকায়। সরেজমিনে যানাযায়, ১লা আগষ্ট শনিবার সকালে জোড়াবাড়ী দণি পাড়া গ্রামের ওয়ালিয়ার রহমানের পুত্র ছালাম চোর ব্যাগে করে গরুর চামরা নিয়ে জামিয়ার স্কুল এলাকার চামরা ব্যাসায়ী আব্দুর রউফের স্ত্রী ফেরদৌসী কাছে বিক্রি করা অবস্থায় গ্রাম পুলিশ আফজাল ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাদার পুশু ব্যাগটি আটক করে। গত রাতে বোড়াগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রামের নিতাই  চন্দ্রের গোয়াল ঘড় থেকে ১টি গরু চুরি হয়। বিষয়টি চেয়ারম্যান মেম্বারদের জানিয়ে রাখে।
তাৎণিক ভাবে নিতাই চন্দ্র চামরাটি দেখে তারই হারিয়ে যাওয়া গরুর চামরা বলে সনাক্ত করে। পুশু মেম্বার ফেদৌসীকে অপমান অপদস্ত করে জোর পূর্বক পরিষদে নিয়ে আটকে রাখে। ফেদৌসীর স্বামীর অনুপুস্থিতিতে তাকে বাড়ী থেকে ধরে নিয়ে আটকে রাখায় এলাকাবাসী প্তি হয়ে পুশু মেম্বারকে সাবেক ইউপি সদস্য মনজেল সহ উত্তপ্ত জনতা এলোপাথারী কিল, ঘুষি, লাথি মারতে থাকে। অবস্থা বেগতিক দেখে গ্রাম পুলিশ পুশুকে জনতার কবল থেকে রা করে পরিষদে লুকিয়ে রাখে। শেষে সংশ্লিষ্ট চেয়ারম্যান মনোয়ার হোসেন ও বোড়াগাড়ী চেয়ারম্যান ইছাহাক আলী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সম হয়। ফেরদৌসী বেগম জানান, পুশু মেম্বার আমার কোমড়ে রশি বেঁধে নিয়ে যেতে চায় তাই মানসন্মানের ভয়ে তাদের সাথে পরিষদে যাই। একজন গৃহবধুকে এধরনের চুরির দায়ে অপমান অপদস্ত করায় ােভ ও প্রতিবাদ জানিয়েছে  এলাকাবাসী। ছালাম চোরের কাছ থেকে পুশু মেম্বার ও গ্রাম পুলিশ মোটা অংকের অর্থনিয়ে মতার দাপট দেখীয়ে এলাকায় চুরি, ছিনতাই সহ নানান অপকর্ম করে আসছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী ছালাম চোর ও তার সহযোগি পুশু মেম্বারের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3396309213892591199

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item