ডোমারে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু। ক্লিনিক ভাংচুর।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে। বিক্ষুব্ধ জনতা ক্লিনিক ভংচুর করেছে। এ ঘটনাটি ঘটে ১৫আগষ্ট রাতে শহরের ডোমার ফ্রেন্ডস্ হাসপাতালে। সরেজমিনে জানাযায়, পৌর এলাকার চিকনমাটি বসতপাড়া ৮নং ওয়ার্ডের বাসিন্দা রেয়াছত আলীর কন্যা গর্ভবতী রোকশানা ইয়াছমিন(২৫) গত ৯ আগষ্ট সকালে গর্ভ সংক্রান্ত জটিলতা নিয়ে সেখানে ভর্তি হয়। দুপরে অস্ত্র প্রচারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম হয়। রোগীর পরিবারের অভিযোগ রোকশানার অস্ত্রপচারের পর থেকেই শরীরে নানা জটিলতা দেখা দেয়।
এ অবস্থাতেই গত ১২ আগষ্ট তাকে ছাড় পত্র দেয় কিনিক কর্তৃপ। রোগী বাড়ি পৌছে ভীষন অসুস্থ হয়ে পড়লে ১৪ আগষ্ট ফের ভর্তি হয়। ফ্রেন্ডস্ হস্পিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের দ্বায়িত্বরত ডাক্তার ঠিকমতো তদারকি না করায় ১৫ই আগষ্ট রাত ৯টায়  রোগীর অকাল মৃত্যু হয়। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিুব্ধ জনতা কিনিক ভাংচুর করে । অবস্থা বেগতিক দেখে দ্বায়িত্বরতরা পিছন দরজা দিয়ে পালিয়ে যায়। পরে ৪নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজার মধ্যস্থতায় রাতে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়। উল্লেখ্য ফ্রেন্ডস্ হস্পিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের নানা অনিয়ম ও অব্যাবস্থাপনা নিয়ে পত্র পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশ হলে নীলফামারী সিভিল সার্জন তদন্ত করে কিনিকটি সাময়িক বন্ধ করে দেয় । পরে  মুচলেকা দিয়ে কিনিকটি চালু করলেও নানা অব্যাবস্থাপনা চলমান থাকায় ােভ জানিয়েছে এলাকাবাসী। মৃত রোকশানা ইয়াছমিন পঞ্চগড়ের বাবুর স্ত্রী বলে যানা যায়। এবিষয়ে কিনিক কর্তৃপরে সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠো ফোনে কাউকে পাওয়া যায়নি। 

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 4166340720727371263

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item