চিলাহাটি ও পার্শবর্তী নতুন বাংলায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত

এ.আই. পলাশঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে সকাল ৮.১০ অফিস কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, ৮.২০ মিনিটে র‌্যালী ও কালো ব্যাচ ধারণ, র‌্যালীতে অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, ইউনিয়ন ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা, চিলাহাটি কলেজ শাখা ছাত্রলীগ, চিলাহাটি গালর্স স্কুল এন্ড কলেজ ও চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে চিলাহাটির প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে চিলাহাটি ডিগ্রী মহাবিদ্যালয়ের হল রুমে এক আলোচনাসভা,
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, চিলাহাটি সরকারী কলেজের অধ্যক্ষ শ্রী জগদীশ চন্দ্র রায়,শরিফুল হক প্রামানিক সাবেক সভাপতি ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা, মুরাদ আলী প্রামানিক সাবেক সভাপতি ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা, হাফিজুর রহমান বকুল সাধারণ সম্পাদক ভোডাবুড়ী ইউনিয়ন শাখা, আজাদুল হক প্রামানিক আওয়ামীলীগ নেতা, আব্দুর জব্বার কানু সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা, খালেকুজ্জামান নুর সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা, , নাজমুল আলম জোনা সাবেক সদস্য নীলফামারী জেলা শাখা, এক্রামুল হক আহব্বায়ক মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা, তারিক আকরাম তপন আওয়ামীলীগ নেতা, আল হেলাল সাংগঠকিনক সম্পাদক ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা, আবু তাহের চেয়ারম্যান ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ সহ বাংলাদেশ আওয়ামীলীগের বিভন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভা  ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কেতকীবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহিদুল ইসলাম, সম্পাদক স্বাধীন সহ মুক্তিযোদ্ধা কমান্ড, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ সেচ্ছাসেবকলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ
অপরদিক নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির পার্শবর্তী ছিটমহলগুলো বাংলদেশ বাস্তবায়িত হওয়ায়  বালাপাড়া খাগড়াবাড়ী, দোহলা খাগড়াবাড়ী ও খারিজাভানীতে অত্র এলাকার নাগরিক কমিটি আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে হাজার হাজার নতুন বাংলার নাগরিক কমিটির নেতা গণ বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এই জাতীয় দিবসটি পালন করেন। এসময় বক্তব্য রাখেন নাগরিক কমিটির চেয়ারম্যান জনাব সফিকুল ইসলাম কাজল, হাসিবুল ইসলাম রিজু, মোকছেদ আলী ও বখতিয়ার রহমান।

পুরোনো সংবাদ

নীলফামারী 8732410751482799411

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item